সেই পার্টির ছবি করিনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ছবিতে তৈমুরকে মুখে লাল কালি মেখে কালো পোশাকে দেখা গিয়েছিল।
2/5
সম্প্রতি করিনা তৈমুরের ভালো লাগার কথা মাথায় রেখে বাড়িতে হ্যালোউইন পার্টি দিয়েছিলেন। এই পার্টিতে হাজির ছিল ছোট্ট তৈমুরের বন্ধুরা।
3/5
সইফ ও তৈমুরের খেতে-খামারে মজায় মেতে ওঠার ছবি অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে জমির পাশে সেচের নালায় নেমে কিছু খুঁজতে দেখা গিয়েছে। আর পাঁচটা বাচ্চার মতোই তৈমুরকে জল ঘাঁটতে দেখা গিয়েছে।
4/5
সোশ্যাল মিডিয়ায় তৈমুরের ছবি ও ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তৈমুরকে দেখা গেল বাবার সঙ্গে চাষের জমিতে জমিয়ে মেতে উঠতে দেখা গেল।
5/5
বলিউড দম্পতি সইফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুর সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে অন্যতম।