এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
'The Archies' Premiere: অভিনয়ে পা সুহানা-অগস্ত্যের, 'দ্য আর্চিস' ছবির প্রিমিয়ারে চাঁদের হাট
'The Archies': ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস'। শাহরুখ-কন্যা, অমিতাভের নাতি, এই ছবির হাত ধরে শুরু করছেন অভিনয় জীবন। প্রিমিয়ারে হাজির একাধিক তারকা।
দ্য আর্চিস প্রিমিয়ার
1/9

৭ ডিসেম্বর, নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস'। ৫ ডিসেম্বর মুম্বইয়ে মহা সমারোহে হল ছবির প্রিমিয়ার।
2/9

এই ছবির হাত ধরে অভিনয়ে পা রাখলেন একাধিক তারকা সন্তান। এদিনের প্রিমিয়ারেও বসল চাঁদের হাট।
3/9

এই ছবির সঙ্গে অভিনয়ে পথচলা শুরু করছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। এদিন প্রিমিয়ারে এসেছিলেন কিং খান, গৌরী খান, আরিয়ান ও আব্রাম।
4/9

'দ্য আর্চিস' ছবির হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি হচ্ছে অমিতাভ বচ্চনের নাতি, শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দর। এদিন ছবির প্রিমিয়ারে হাজির ছিল গোটা বচ্চন পরিবার।
5/9

প্রিমিয়ারে কালো প্যান্ট ও সাদা শার্ট-ব্লেজারে এলেন রণবীর সিংহ। পোজ দিলেন পাপারাৎজিদের জন্য।
6/9

এদিনের প্রিমিয়ারে আক্ষরিক অর্থেই ছিল চাঁদের হাট। এবার ছবি দর্শক কতটা পছন্দ করেন সেটাই দেখার।
7/9

প্রেমিকা, সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী সাবার সঙ্গে প্রিমিয়ারে হাজির হৃত্বিক রোশন। পোজ দিলেন 'ফাইটার' পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে।
8/9

এখন 'অ্যানিম্যাল' ছবির সাফল্য উপভোগ করছেন ববি দেওল। এদিনের প্রিমিয়ারে স্ত্রী তানিয়ার সঙ্গে হাজির হলেন পর্দার 'আব্রার'।
9/9

'দ্য আর্চিস' ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন জিম সর্ভও।
Published at : 06 Dec 2023 07:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























