বলিউডে সফল অভিনেত্রী তাঁরা। সংসার, পেশাকে সমান তালে সামলেছেন। শুধু তাই নয়, একা হাতে সন্তানকে মানুষ করে নজির গড়েছেন তাঁরা। অমৃতা সিংহ এবং সেফ আলি খানের বিয়ের পর ১৯৯৫ সালে জন্ম হয় তাঁদের মেয়ে সারা। ২০০১ সালে জন্ম ছেলে ইব্রাহিমে। ২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর দুই সন্তানকে নিজেই বড় করেন অমৃতা।
2/6
রণধীর কপূরের সঙ্গে বিয়ের পর অভিনয় ছেড়ে দেন ববিতা। তাঁদের বড় মেয়ে করিশ্মার জন্মের পর থেকেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। করিনার জন্মের পরে দুই মেয়ে নিয়ে আলাদা থাকতে শুরু করেন ববিতা। সিঙ্গেল মাদার হিসেবেই দুই মেয়েকে বড় করেন।
3/6
ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্ত। ১৯৮৯ সালে জন্ম হয় তাঁদের মেয়ে মাসাবার। এরপরই বিবাহবিচ্ছেদ হয়।
4/6
১৯ বছর বয়সে রবীনা ট্যান্ডন দুই মেয়েকে দত্তক নেন। নিজেই বড় করেন তাঁদের। বর্তমানে দুই মেয়েই বিবাহিত।
5/6
কমল হাসানের সঙ্গে বিয়ে হয় সারিকার। তাঁদের মেয়ে শ্রুতি হাসান। শ্রুতির যখন ১৫ বছর বয়স তখন বিচ্ছেদ হয় দুজনের। দুই মেয়েকে নিজের বড় করেন সারিকা।
6/6
টিভি সিরিয়ালে খ্যাতনামা অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ২০০০ সালে তাঁর মেয়ে পালকের জন্ম হয়। স্বামী রাজার সঙ্গে বিচ্ছেদ হয় শ্বেতার। এরপর পালকের দায়িত্ব নেন শ্বেতা একাই।