এক্সপ্লোর
Tota Roy Chowdhury Birthday: স্বপ্ন ছিল ফেলুদা হওয়ার, ঋতুপর্ণের ছবিতে কাজের সুযোগ, জন্মদিনে একঝলকে টোটার কাজগুলি
Actor Tota Roy Chowdhury Birthday: ওয়েব সিরিজে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন টোটা। সত্যজিৎ রায়ের লেখা আইকনিক এই চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখেন না এমন অভিনেতা বোধহয় বাংলাতে নেই।
টোটার সিনে-সফর
1/10

ধারাবাহিক, টলিউড... বলিউড। তাঁর ধীর অথচ দৃঢ় গতি বুঝিয়ে দিয়েছে তাঁর অভিনয়ের ক্ষমতা। শুধু অভিনয়? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাক লাগানো ফিটনেস তাঁর। টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। আজ তাঁর জন্মদিন।
2/10

সামনেই মুক্তি পাচ্ছে কর্ণ জোহরের (Karan Johar)-এর ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky our Rani Ki Prem Kahani)। সেই ছবিতে আলিয়ার বাবার ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে।
Published at : 09 Jul 2023 02:46 PM (IST)
আরও দেখুন


















