এক্সপ্লোর
Vinchi Bharati Academy: মুক্তি পেল অর্ণ-শাঁওলির অদ্ভুত এক অ্যাকাডেমিরর গল্প, প্রিমিয়ারে এলেন কে কে?
Vinchi Bharati Academy: এই অ্যকাডেমির ভিতরে যেন একটা আলাদা জগত থাকে। সেখানে আলাদা নিয়ম, আলাদা নীতি, আলাদা শিক্ষা
মুক্তি পেল অর্ণ-শাঁওলির অদ্ভুত এক অ্যাকাডেমিরর গল্প, প্রিমিয়ারে এলেন কে কে?
1/11

ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল সুমিত দেবের পরিচালিত ওয়েব সিরিজ 'ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি' (Vinchi Bharati Academy) ।
2/11

এই অ্যকাডেমির ভিতরে যেন একটা আলাদা জগত থাকে। সেখানে আলাদা নিয়ম, আলাদা নীতি, আলাদা শিক্ষা। প্রেম নয়, পলিগ্যামি, রোজ নাকি নেশা করতে হবে.. এমন অদ্ভুত নিয়ম শেখানো হয় অ্যকাডেমিতে!
3/11

ঠিক এমনই গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্ডাস্ট্রির বেশ কিছু পরিচিত মুখ।
4/11

গল্পের বিষয়বস্তু কিছুটা এমন, 'IIC - Indie Institute of Creativity', যেখানে সুযোগ পেতে প্রতিবছর যে পরীক্ষাটা হয়, সেটিকে বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। তার কারণ এখানে পাশের হার মাত্র ০.০০২ শতাংশ।
5/11

Pretentious Parameter, Toxic Talent এবং Negligible Knowledge এই তিনটি বিষয়ের ওপর হয় পরীক্ষা। সারা দেশ থেকে প্রতিবছর দশ লক্ষের বেশী ছাত্রছাত্রী IIC পরীক্ষায় বসে। কিন্তু সিট মোটে ১৯৮৪টি।
6/11

এই প্রবেশিকা পরীক্ষায় পড়ুয়াদের তৈরি করার জন্য সারা দেশে ছড়িয়ে রয়েছে প্রচুর প্রতিষ্ঠান। কিন্তু তাদের মধ্যে সবথেকে প্রতিষ্ঠিত রেসিডেনশিয়াল কোচিং সেন্টারটি হলো ‘ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি’।
7/11

এই গল্প শুরু হয় যখন স্ট্যান্ড-আপ কমেডিয়ান শিলাদিত্যকে নিয়ে। তার বাবা, IIC পরীক্ষার জন্যে তৈরি হতে তাকে 'ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি'তে ভর্তি করতে নিয়ে আসেন।
8/11

এই সিরিজে দেখা যাবে মোট ছয়টি পর্ব। সেগুলি হল, 'ইন্ট্রো', 'ওরিয়েন্টেশন', 'অ্যাসাইনমেন্ট', 'আনকমন রুম', 'হেলদি কম্পিটিশন', 'রেজাল্ট'।
9/11

সদ্য মুক্তি পেয়েছে এই ছবিট টিজার। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্যকে
10/11

এছাড়াও রয়েছেন, সবুজ বর্ধন, আভেরী সিংহ রায়, শিলাদিত্য চট্টোপাধ্যায়, পলাশ হক, দেবরাজ ভট্টাচার্য, দুর্বার শর্মা, অনুজয় চট্টোপাধ্যায়, শাশ্বতী সিনহা, সাগ্নিক বসু, পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, সৌমিক মৈত্র
11/11

বিশেষ অতিথী শিল্পী হিসেবে দেখা যাবে সমদর্শী দত্ত ও তুহিনা পান্ডেকে। দর্শকদের ভালো লাগবে এই অন্য স্বাদের ওয়েব সিরিজ, আশায় শিল্পীরা।
Published at : 27 Sep 2022 12:01 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























