প্রথম, দ্বিতীয়, তৃতীয়- থেকে কিছুটা আলাদা উপসর্গ দেখা যাচ্ছে চতুর্থ ওয়েভে। সব সময় যে জ্বর হচ্ছেই এমনটা নয়। আর কী কী উপসর্গ আসতে পারে ।
2/10
জিনগত গঠনে ক্রমাগত বদল এনে, নতুন নতুন রূপে ফিরে আসছে মারণ ভাইরাস। নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ। চিকিত্সকরা বলছেন, দেশে করোনার চতুর্থ ঢেউ এসে গেছে।
3/10
এবার অনেকেরই জ্বর আসছে না । উপসর্গগুলো অনেক সময়ই সাধারণ জ্বরের মতো। যেমন হালকা কাশি, নাকি কাঁচা জল !
4/10
তাই অনেক ক্ষেত্রেই মানুষ বুঝতে পারছেন না, তিনি করোনা আক্রান্ত। না জেনেই মিশে যাচ্ছেন সবার সঙ্গে। ফলে আক্রান্ত হচ্ছে শিশুরাও।
করোনা আক্রান্ত হলে এবার গাঁটে গাঁটে ব্যথা প্রবল হচ্ছে।
7/10
যাঁরা বেশিমাত্রায় অসুস্থ হচ্ছেন, তাঁদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, শ্বাসকষ্ট। তবু বেশির ভাগ ক্ষেত্রে এবার শ্বাসকষ্ট বা গন্ধ চলে যাওয়ার মতো উপসর্গ থাকছে না।
8/10
যাঁরা বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের বমি হচ্ছে প্রবল। ভুল বকছেন অনেকে। যদিও এবার কোমর্বিড ব্যক্তিরাই ক্রিটিক্যাল কেয়ারে যাচ্ছেন বেশি।
9/10
শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ সর্দি জ্বর নিয়ে আসাদেরও করোনা রিপোর্ট পজিটিভ। তাই টানা জ্বর থাকলে বাচ্চাদেরও করোনা পরীক্ষা করাতে হবে।
10/10
তবে জ্বর না থাকলেও পেট ব্যথা , বমি, মুখের ভেতর-গলা শুকিয়ে যাওয়া, নোতিয়ে যাওয়া শিশুদের ক্ষেত্রে করোনার লক্ষণ।