এক্সপ্লোর
Friendship Day 2021: কেন পালন হয় ফ্রেন্ডশিপ ডে? নেপথ্য কাহিনী অবাক করবে আপনাকেও
কেন পালন হয় ফ্রেন্ডশিপ ডে?
1/9

বন্ধু শব্দটা ছোট হলেও যার গভীরতা অনেকখানি। জীবনের প্রতিটা পর্যায়ে সংজ্ঞাটা বদলাতে থাকলেও প্রয়োজনীয়ত একই থাকে। তাই এমন বিশেষ মানুষের জন্য বিশেষ একটা দিন থাকা তো জরুরিই।
2/9

ফ্রেন্ডশিপ ডে বন্ধত্ব উদযাপনের দিন। যদিও বন্ধু রোজই বিশেষ। তবে একটা বিশেষ দিন থাকলে মন্দ কী? আর কয়েকদিন পরেই ফ্রেন্ডশিপ ডে। সাধারণত অগাস্টের প্রথম রবিবারেই পালন হয় দিনটি।
3/9

কেন পালন হয় ফ্রেন্ডশিপ ডে? কী এর নেপথ্য কাহিনী? জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল অগাস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরদিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন।
4/9

এরপর থেকে জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদানের প্রতি সম্মান জানাতে আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে অগাস্টের প্রথম রবিবারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
5/9

সেই থেকেই বন্ধুত্ব দিবস শীঘ্রই এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের সূচনা হয়।
6/9

এ তো গেল আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের কাহিনী। বন্ধুর জন্য উৎসর্গ করার জন্য রয়েছে আরও একটা দিন ও তার নেপথ্য কাহিনী
7/9

১৯৫৮ সালের ২০ জুলাই, “World Friendship Crusade” এর প্রতিষ্ঠাতা Dr. Ramón Artemio Bracho বন্ধুদের সঙ্গে প্যারাগুয়ের পুয়ের্তো পিনাসকোতে এক নৈশভোজে এ প্রস্তাব রাখেন।
8/9

সে রাতেই World Friendship Crusade নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা পায় এবং Dr. Ramón Artemio Bracho ৩০ জুলাই দিনটি বিশ্বব্যাপী বন্ধু দিবস হিসেবে পালনের জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব পাঠান ।
9/9

প্রায় ৫৩ বছর পর, ২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে ৩০ জুলাইকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে ঘোষণা করা হয়। (ছবি সৌজন্য: pixabay.com)
Published at : 27 Jul 2021 09:29 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
