বেশিরভাগ মানুষই নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার খান না। আর এই খাদ্যাভ্যাসের উপর আমাদের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের কাজও নির্ভর করে। শুধু তাই নয় এর উপর নির্ভর করে ত্বক এবং চুলের স্বাস্থ্য।
2/10
অনেকেই মনে করেন ডায়েট মানে শুধুই রোগা হওয়ার পথ। আসলে ডায়েটের মাধ্যমে শরীর যেমন সুস্থ রাখা সম্ভব তেমনই ভাল থাকতে পারে ত্বকের। তার জন্য কিছু পরিবর্তন আনতে হবে প্রতিদিনের জীবনে।
3/10
শরীরের হজম, ত্বকের যত্ন এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য জল প্রয়োজন। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির প্রতিদিন ৩ থেকে ৪ লিটার জল পান করা উচিত।
4/10
এতে হজম ক্ষমতা বাড়বে। ত্বককে উজ্জ্বল করে তোলে এবং শরীরে অক্সিজেন সঠিকভাবে সঞ্চালন করতে সহায়তা করে।
5/10
স্প্রাউট শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই ভাল নয়, প্রতিদিন অঙ্কুরিত ছোলা খেলে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হতে পারে। একইসঙ্গে হজম ক্ষমতা বাড়ে।
6/10
যে কোনও সবজির মধ্যে নানা পুষ্টি উপাদান থাকে। আর এই সবজি দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যায় ভেজ স্যালাড। ভেজ স্যালাড শুধু একটি সুস্বাদু খাবারই নয়, পাশাপাশি এই স্যালাড স্বাস্থ্যকরও।
7/10
এই ভেজ স্যালাড বিভিন্ন সবজি দিয়েই বানানো যায়। সারাদিনে দু-তিন বার এই স্যালাড খাওয়া যেতে পারে।
8/10
স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে ফাস্টফুড খাওয়া ত্যাগ করতে হবে। স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে অনেকেই ফাস্টফুডের উপর নির্ভর করেন।
9/10
কিন্তু মনে রাখতে হবে ফাস্ট ফুড সামগ্রিকভাবে স্বাস্থ্যের ক্ষতি করে। যার জেরে সাধারণভাবে ওজন বৃদ্ধি হয়।
10/10
চা এবং কফি পানের মাধ্যমে চাপ সামলানো একটি খারাপ অভ্যাস। বিকল্প হিসেবে হার্বাল টি, গ্রিন টি বা লেমন টি নিতে পান করা যায়।