এক্সপ্লোর
Bronchiectasis: অধিকাংশ সময়ই ধরা পড়ে না, ব্রঙ্কিয়েক্টাসিস বয়ে বেডাতে হতে পারে জীবনভর
—প্রতীকী চিত্র।
1/10

এক সময় যা বিরল ছিল, অতিমারিতে তা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। রোগের ক্ষেত্রেও তা প্রযোজ্য। শ্বাসকষ্ট, কাশিকে করোনার উপসর্গ বলে চিহ্নিত করেছেন চিকিৎসকেরা। তবে সব কাশি করোনা নয়, ব্রঙ্কিয়েক্টাসিসও হতে পারে।
2/10

ব্রঙ্কিয়েক্টাসিস এবং ব্রঙ্কাইটিস শুনতে প্রায় এক হলেও, দু’টি সম্পূর্ণ আলাদা রোগ। ব্রঙ্কিয়েক্টাসিস মূলত জিনগত রোগ। আবার অতিরিক্ত ধূমপানের অভ্যাস থাকলে বা টিবি থাকলে, তা থেকেও ব্রঙ্কিয়েক্টাসিস হতে পারে।
Published at : 27 Jan 2022 08:37 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান






















