শীতেকালেও ঘুম থেকে উঠুন ভোরে, উপকার পাবেন হাতে-নাতে
By : abp ananda | Updated at : 08 Dec 2021 12:12 AM (IST)
সকালে ঘুম থেকে উঠুন
1/10
ছোটো বেলা থেকেই আমরা পড়ে এসেছি 'আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ'। সত্যিই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা রয়েছে।
2/10
সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ২৪ ঘণ্টার মধ্যে বেশিরভাগ সময়টা কাজে লাগাতে পারা যায়।
3/10
যে সমস্ত মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, তাঁদের মধ্যে অনেক বেশি এনার্জি কাজ করে।
4/10
পরিকল্পনা করতে এবং লক্ষ্যে পৌঁছতে অর্থাৎ পরিকল্পনার জন্য সকালে ওঠা জরুরি। সকালে মাথা পরিষ্কার থাকায় এত সুবিধা হয়।
5/10
ভোরের সূর্যের নরম আলোয় আমাদের মাথা থেকে সব চিন্তা দূর হয়ে যায়। পজেটিভ এনার্জি কাজ করে। ফলে সারাদিনের সমস্ত কাজকর্ম সফল হয়।
6/10
সারাদিনে বাতাসে প্রচুর রোগ-জীবানু থাকে। কিন্তু ভোরের বায়ু থাকে বিশুদ্ধ। ফলে এই সময়ে মর্নিং ওয়াক শরীর সুস্থ ও সতেজ রাখে।
7/10
সকালে উঠলে দিনে অনেকটা সময় পাওয়া যায়। ফলে সব কাজ সময় মতো শেষ করা যায়।
8/10
সকালে উঠে মেডিট্রেশনের পরামর্শ দেন চিকিৎসকরা। এতে মানসিক স্থিরতা মেলে।
9/10
সকালে উঠলে মানসিক চাপমুক্ত হওয়া যায়। সক্রিয়তা বাড়ে। বুদ্ধিমত্তা, হজম ক্ষমতা বৃদ্ধি পায়। রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে।
10/10
একটি সমীক্ষায় জানা গিয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তাঁরা পড়াশোনায় অন্যদের তুলনায় অনেক বেশি ভাল হয়। এবং তাদের পরীক্ষার ফলাফলও ভালো হয়।