By : abp ananda | Updated at : 26 May 2022 03:15 PM (IST)
টম্যোটোর উপকারিতা
1/10
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টম্যাটো। ভিটামিন সমৃদ্ধ টম্যাটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায়।
2/10
টম্যাটো খেলে শরীরের রক্তশূন্যতা দূর হয়। নিয়মিত টম্যোটো খাওয়ার ফলে রক্তের কণিকা বৃদ্ধি পায়, রক্তশূন্যতা রোধ হয়।
3/10
এ ছাড়াও নিয়মিত টম্যাটো খাওয়ার কারণে রক্ত পরিষ্কার হয়। ভাল হজম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়।
4/10
টম্যাটোতে থাকা লাইকোপিন ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে। এটি ত্বক পরিষ্কার ও সতেজ রাখে।
5/10
টম্যোটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে। প্রতি ১০০ গ্রাম টমেটোতে ১১০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। ফলে নিয়মিত টম্যাটো খেলে হাড়ের স্বাস্থ্য ভাল থাকে।
6/10
টমেটো ভিটামিন এ এবং ভিটামিন সির ভালো উৎস। এ দুটি উপাদান ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল থেকে শরীরকে মুক্তি দিতে সহায়তা করে। এতে শরীর সুস্থ থাকে।
7/10
টম্যাটোতে থাকা ভিটামিন এ, ভিটামিন বি এবং পটাশিয়াম কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে রক্তচাপ কমাতেও সাহায্য করে।
8/10
টম্যাটো ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ থাকায় এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও এটু উপকারী।
9/10
সর্দি-কাশি প্রতিরোধেও টমেটো বেশ কার্যকর। সর্দি-কাশি হলে এক বা দুটি টমেটো নিয়ে স্লাইস করে অল্প চিনি বা অল্প লবণ দিয়ে পাত্রে গরম করে স্যুপ তৈরি করে খেতে পারেন।
10/10
টম্যাটো জ্বরের নিরাময়ে সহায়ক। গায়ের তাপমাত্রা নানা কারণে বাড়তে পারে। সামান্য জ্বর হলে টমেটো খেলেই উপশম হতে পারে।