Covid Airborne: বায়ুর মাধ্যমে সংক্রমণ? কোভিড-গবেষণায় আশঙ্কা
By : abp ananda | Updated at : 05 May 2022 02:59 PM (IST)
ফাইল চিত্র
1/9
বায়ুবাহিত কোভিড ভাইরাস। আরও একবার ওই আশঙ্কা সামনে এল ভারতে হওয়া নতুন একটি গবেষণায়। জার্নাল অফ অ্যারোসল সায়েন্সে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি।
2/9
হায়দ্রাবাদ এবং মোহালির হাসপাতালগুলিতে সঙ্গে হায়দ্রাবাদের CSIR-CCM এবং চন্ডীগড়ের CSIR-IMTech-এর একদল বিজ্ঞানীর দীর্ঘ যৌথ গবেষণা হয়েছে। সেখানেই কোভি়ড ভাইরাসের বায়ুবাহিত সংক্রমণ হওয়া নিয়ে তথ্য পাওযা গিয়েছে।
3/9
আগে মনে করা হতো পৃষ্ঠতলের মাধ্যমে কোভিড সংক্রমণ ছড়ায়। পরে মহামারি বিশেষজ্ঞরা দেখেছেন যেখানে কোভিডের সময়ে নিয়মিত মাস্ক পরা হয়েছে, সেখানে সংক্রমণ কম মারাত্মক ছিল। পরে গবেষণায় দেখা যায় সেখানে বাতাসে সংক্রামক করোনভাইরাসের উপস্থিতি কম ছিল।
4/9
কোনও এলাকায় বায়ুতে ঠিক কত পরিমাণ কোভিড ভাইরাসের উপস্থিতি রয়েছে তা নিয়ে ভাইরাসের জিনোম তথ্য নিয়ে গবেষণা শুরু হয়। হাসপাতালে, কোভিড রোগীরা রয়েছেন এমন ঘরে, বাড়িতে কোয়রান্টিন ছিলেন এমন ঘর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
5/9
গবেষণায় দেখা গিয়েছে, কোভিড সংক্রমিতদের আশেপাশে বাতাসে ভাইরাসের ঘনত্ব বেশি। যেখানে যত বেশি কোভিড রোগী রয়েছেন, সেখানে ভাইরাসের পরিমাণ আরও বেড়ে গিয়েছে। সংক্রমণের তীব্রতা যাই হোক সব সময়েই বাতাসে ভাইরাস ছড়ান রোগীরা। এর থেকে সংক্রমণের সম্ভাবনাও অনেক বেড়ে যায়
6/9
গবেষক দলের সদস্য বিজ্ঞানী ড. শিবরঞ্জনী মোহারির বলেছেন, 'আমরা দেখেছি যে বন্ধ স্থানে বায়ুচলাচল না হলে বেশ কিছুক্ষণ বায়ুতে উপস্থিত থাকতে পারে করোনভাইরাস। আমরা দেখেছি যখন একটি ঘরে দুই বা তার বেশি কোভিড -19 রোগী উপস্থিত ছিলেন তখন বাতাসে ভাইরাস খুঁজে পাওয়ার হার ৭৫ শতাংশ। অন্যদিকে যখন ঘরে কোনও কোভিড রোগী নেই তখন এই হার নেমে দাঁড়িয়েছে ১৫.৮ শতাংশে।
7/9
তিনি আরও জানিয়েছেন যে, এই গবেষণায় যা তথ্য পাওয়া গিয়েছে, তা আগের গবেষণাগুলি থেকে পাওয়া তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সার্স কোভিডের RNA-এর ঘনত্ব বাইরের বাতাসের তুলনায় ঘরের ভিতরের বাতাসে বেশি। সাধারণ কমিউনিটি সেন্টারের তুলনায় হাসপাতালের অন্দরে বেশি দেখা গিয়েছে।'
8/9
গবেষক দলের প্রধান, CSIR-এর এমিরেটাস অধ্যাপক এবং টাটা ইনস্টিটিউট ফর জেনেটিক্স অ্যান্ড সোসাইটির পরিচালক ডাঃ রাকেশ মিশ্র বলেন, 'ক্লাসরুম, মিটিং হলের মতো স্থানগুলিতে সংক্রমণের সম্ভাবনার পূর্বাভাস দেওয়ার জন্য বায়ু নজরদারি একটি কার্যকর মাধ্যম। এটি সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে নানা কৌশল নিতে সাহায্য করতে পারে।'
9/9
কোভিড বায়ুবাহিত হলে সংক্রমণ কীভাবে ঠেকানো যাবে? তা নিয়ে প্রশ্ন উঠছে। বায়ুবাহিত হলে মাস্কের মাধ্যমে কী সংক্রমণ ঠেকানো যাবে? যদিও বিজ্ঞানীরা বলছেন মাস্ক পরতেই হবে। কোভিড ঠেকাতে মাস্কের গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন তাঁরা। ছবি: pixabay