এক্সপ্লোর
Importance of Sunglasses: সাজগোজে বাড়তি মাত্রা যোগ করে না শুধু, চোখ ভাল রাখতেও সানগ্লাস প্রয়োজন
Eye Health: সানগ্লাসকে সাজগোজের সামগ্রী ভাবলে ভুল করবেন। রোজকার জীবনে এর ব্যবহার অত্যন্ত জরুরি। কারণ এর সঙ্গে জড়িয়ে চোখের স্বাস্থ্য। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

সময়ের সঙ্গে খাওয়া-দাওয়া থেকে সাজগোজ, সব কিছুতেই বদল এসেছে। কিন্তু জানেন কি যে আজ থেকে ২ হাজার বছর আগেও সানগ্লাস পরার চল ছিল! বিশেষ করে উত্তর মেরু সংলগ্ন দেশে সানগ্লাস পরার চল ছিল সেই সময়। তুষারের গায়ে লেগে প্রতিফলিত সূর্যের আলো থেকে চোখ বাঁচাতেই মূলত সানগ্লাস পরতেন সেখানকার মানুষ।
2/10

আজকের দিনে সানগ্লাস যদিও সাজগোজের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। নামী ব্র্যান্ডের বহুমূল্য সানগ্লাস চোখে চাপানোর শখ রয়েছে বহু মানুষেরই। আবার রোদ থেকে বাঁচতেও সানগ্লাস ব্যবহার করেন অনেকে। কিন্তু ব্যবহার যে কারণেই করুন না কেন, সানগ্লাসের সঙ্গে জড়িয়ে রয়েছে চোখের স্বাস্থ্য।
Published at : 05 Mar 2023 04:23 PM (IST)
আরও দেখুন






















