এক্সপ্লোর
স্বাদে মিষ্টি, শরীরের পক্ষে ক্ষতিকর, কতটা পরিমাণ চিনি খাবেন প্রতিদিন?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/aa343d55504fbde042c03f6693e8d4d9_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল ছবি
1/11
![বিয়ে বাড়ি হোক বা জন্মদিনের পার্টি, মেনুতে মিষ্টি থাকবে না তা হয় না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/d7ba34607a4e051ef086ccd67b57fea6c67b4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বিয়ে বাড়ি হোক বা জন্মদিনের পার্টি, মেনুতে মিষ্টি থাকবে না তা হয় না।
2/11
![সেটা কেক, পেস্ট্রি হোক সাধারণ মিষ্টি, মেনুতে ডেসার্ট থাকাটা মাস্ট। ভারত তো বটেই বিশ্বের বেশিরভাগ দেশেই এই রীতি প্রচলিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/47ef3197d98758c87aecb7fe0d09f27910175.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সেটা কেক, পেস্ট্রি হোক সাধারণ মিষ্টি, মেনুতে ডেসার্ট থাকাটা মাস্ট। ভারত তো বটেই বিশ্বের বেশিরভাগ দেশেই এই রীতি প্রচলিত।
3/11
![শুধু অনুষ্ঠান বলে নয়, প্রতিদিনের জীবনেও অনেকেই মিষ্টি খেয়ে থাকেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/dcd5e8f200a2df8639176e91c48b179ddbd98.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু অনুষ্ঠান বলে নয়, প্রতিদিনের জীবনেও অনেকেই মিষ্টি খেয়ে থাকেন।
4/11
![দ্য ইন্ডিয়ান জার্নাল অব কমিউনিটি মেডিসিন অনুযায়ী ভারতীয়রা মারাত্মকভাবে মিষ্টির প্রতি আসক্ত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/f6fc981f283c929381d10ff245b986391a5b8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দ্য ইন্ডিয়ান জার্নাল অব কমিউনিটি মেডিসিন অনুযায়ী ভারতীয়রা মারাত্মকভাবে মিষ্টির প্রতি আসক্ত।
5/11
![খাবার থেকে পানীয় সব কিছুতেই চিনি ব্যবহার করা হয়ে থাকে। অতিরিক্ত চিনি খেলে শরীরের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/acf1c1f2dbae878ae2692786059e8271eff73.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
খাবার থেকে পানীয় সব কিছুতেই চিনি ব্যবহার করা হয়ে থাকে। অতিরিক্ত চিনি খেলে শরীরের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে।
6/11
![এবার প্রশ্ন হলো, তাহলে ঠিক কতটা পরিমাণ চিনি বা মিষ্টি খাওয়া উচিত সারাদিনে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/232a260de203ab9f39184c210b0d5d4eda836.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এবার প্রশ্ন হলো, তাহলে ঠিক কতটা পরিমাণ চিনি বা মিষ্টি খাওয়া উচিত সারাদিনে?
7/11
![বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, ৬ চামচের বেশি চিনি সারাদিনে খাওয়া উচিত নয়। তবেই স্থুলতা, ডায়বেটিসের মতো রোগকে রোধ করতে সাহায্য করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/620d72e6e190da20178c96e2e73a04d6f6766.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, ৬ চামচের বেশি চিনি সারাদিনে খাওয়া উচিত নয়। তবেই স্থুলতা, ডায়বেটিসের মতো রোগকে রোধ করতে সাহায্য করে।
8/11
![বেশি পরিমাণে চিনি খেলে ডায়বেটিস বাড়তে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/cc609ead340b1b3ef52a911378a5c5e4a1bb3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বেশি পরিমাণে চিনি খেলে ডায়বেটিস বাড়তে পারে।
9/11
![মাত্রাতিরিক্ত চিনির ফলে অগ্ন্যাশয় বেশি ইনসুলিন তৈরি করে। যা দেহের কোষগুলিকে ইনসুলিন প্রতিরোধী করে তোলে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/c049cf04ff9b1509855a97825d0615aeca255.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মাত্রাতিরিক্ত চিনির ফলে অগ্ন্যাশয় বেশি ইনসুলিন তৈরি করে। যা দেহের কোষগুলিকে ইনসুলিন প্রতিরোধী করে তোলে।
10/11
![একইসঙ্গে হৃদযন্ত্রের সমস্যাও হতে পারে। বাড়তে পারে স্থুলতাও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/b02d431c4f08c8d33695579fd0b326711c887.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
একইসঙ্গে হৃদযন্ত্রের সমস্যাও হতে পারে। বাড়তে পারে স্থুলতাও।
11/11
![প্রতিদিনে বেশি পরিমাণে চিনি খাওয়ার ফলে মাথা যন্ত্রণা থেকে মানসিক চাপও বাড়ার সম্ভাবনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/c97e44f78528dc516a82d51918ba089518d2f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিদিনে বেশি পরিমাণে চিনি খাওয়ার ফলে মাথা যন্ত্রণা থেকে মানসিক চাপও বাড়ার সম্ভাবনা রয়েছে।
Published at : 27 Jun 2021 12:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)