এক্সপ্লোর
Relationship Tips: একঘেয়েমি আসে দাম্পত্যেও, ভালবাসার জানান দেওয়া জরুরি
Marriage: বিয়ে মানেই দায়দায়িত্বের চাপে কোণঠাসা হয়ে যাওয়া নয়, ভালবাসা টিকিয়ে রাখার দায়ও আমাদেরই।
ছবি: ফ্রিপিক।
1/10

বিয়ে নিয়ে গতানুগতিক কিছু ধ্যান-ধারণা রয়েছে আমাদের। সংসার, দায়-দায়িত্বকে নিজেদের ঊর্ধ্বে রাখি। যে কারণে একটা সময় পর দাম্পত্য একটা অভ্যাসে পরিণত হয়।
2/10

এমন চলতে থাকলে একঘেয়েমিও চলে আসে দাম্পত্যে। দূরত্ব তৈরি পরস্পরের সঙ্গে। এমনকি বিয়ে ভেঙে যায় বা ভেঙে যাওয়ার উপক্রমও হয়। থাকতে হয় তাই থাকছি, এমন ভাব আসে।
Published at : 24 Aug 2023 04:23 PM (IST)
আরও দেখুন





















