এক্সপ্লোর
Health Tips: দিনভর ঝিমুনি, ঘুম ঘুম ভাব, এখনই সতর্ক না হলে দুঃখ আছে কপালে
Lifestyle Tips: সারাক্ষণ ঝিমুনি ভাব এলে, ঘুম ঘুম পেলে, গুরুতর অসুখের দিকে এগোতে পারেন। সময় থাকতে সচেতন হওয়া জরুরি।
ছবি: পিক্সাবে।
1/10

কর্মব্যস্ত জীবনে আলাদা করে শরীরচর্চা, স্বাস্থ্য নিয়ে চর্চা হয়ে ওঠে না। বরং বাসে-ট্রেনে একটু জায়গা পেলেই হল। বসতে পারলে একটু ঝিমিয়ে নিই আমরা।
2/10

তবে তাতেই সমস্যা দূর হয় না। অফিসে হোক বা অন্য কোনও জায়গায়, সারাদিন ঝিমুনি ভাব আসে আমাদের। ঘুম ঘুম পায়। অত্যন্ত ক্লান্তি থেকেই এমনটা ঘটে।
Published at : 03 May 2023 03:24 PM (IST)
আরও দেখুন






















