এক্সপ্লোর
Sleeping Late at Night: রোজ রাত জাগছেন? বাড়ছে মৃত্যুর ঝুঁকি
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/08/3596b549074900f527bbc89d9d74f66c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাত জাগলে ভয়ঙ্কর ক্ষতি শরীরের
1/10
![টানা অনিয়মিত ঘুমে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। টানা ২-৩ দিন রাতে ঠিক মত না ঘুমালে শরীরের ভিতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে, তার প্রভাবে রক্তচাপ বাড়তে শুরু করে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
টানা অনিয়মিত ঘুমে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। টানা ২-৩ দিন রাতে ঠিক মত না ঘুমালে শরীরের ভিতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে, তার প্রভাবে রক্তচাপ বাড়তে শুরু করে।
2/10
![কম ঘুমের কারণে ওজন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
কম ঘুমের কারণে ওজন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়।
3/10
![ঘুমানোর সময়ে মস্তিষ্ক নিজেকে রিজুভিনেট ও রিচার্জ করতে থাকে। সেই সঙ্গে সারা দিন ধরে চোখের সামনে ঘটে যাওয়া নানা ঘটনা এবং তথ্য ব্রেনে স্টোর করার কাজও এই সময় ঘটে। তাই তো সঠিক ঘুম না হলে প্রথমেই স্মৃতিশক্তির উপর প্রভাব পড়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/08/8c70190f6c0083307aceec8578a6c1ca6fd07.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘুমানোর সময়ে মস্তিষ্ক নিজেকে রিজুভিনেট ও রিচার্জ করতে থাকে। সেই সঙ্গে সারা দিন ধরে চোখের সামনে ঘটে যাওয়া নানা ঘটনা এবং তথ্য ব্রেনে স্টোর করার কাজও এই সময় ঘটে। তাই তো সঠিক ঘুম না হলে প্রথমেই স্মৃতিশক্তির উপর প্রভাব পড়ে।
4/10
![ঘুমের সঙ্গে হার্টের স্বাস্থ্যের সরাসরি যোগ রয়েছে। সেই কারণেই চিকিৎসকরা দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানর পরামর্শ দেন। রাত জাগতে থাকলে ধীরে ধীরে হার্ট দুর্বল হয়ে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই হঠাৎ করে হার্ট অ্যাটাকের আশঙ্কা বৃদ্ধি পায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/08/279c6085fb61cf8c96879d33b4880fb8fe815.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘুমের সঙ্গে হার্টের স্বাস্থ্যের সরাসরি যোগ রয়েছে। সেই কারণেই চিকিৎসকরা দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানর পরামর্শ দেন। রাত জাগতে থাকলে ধীরে ধীরে হার্ট দুর্বল হয়ে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই হঠাৎ করে হার্ট অ্যাটাকের আশঙ্কা বৃদ্ধি পায়।
5/10
![গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত রাত জাগেন তাঁদের হৃদরোগ, ডায়াবেটিস, শারীরিক স্থূলতা এমনকি স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষ যতো বেশি রাত জাগে ততই রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/08/64e1a537108bf3c326933d0aa4f8a60368f69.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত রাত জাগেন তাঁদের হৃদরোগ, ডায়াবেটিস, শারীরিক স্থূলতা এমনকি স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষ যতো বেশি রাত জাগে ততই রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে।
6/10
![পর্যাপ্ত ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের ভিতরে ফিল গুড হরমোনের ক্ষরণ কমে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ডিপ্রেশন এবং উদ্বেগে মতো সমস্যা বৃদ্ধি পায়।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
পর্যাপ্ত ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের ভিতরে ফিল গুড হরমোনের ক্ষরণ কমে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ডিপ্রেশন এবং উদ্বেগে মতো সমস্যা বৃদ্ধি পায়।
7/10
![রাতে দীর্ঘক্ষণ জেগে থাকলে খাবারের হজমে সমস্যা হয়। পাশাপাশি রাত জেগে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার কারণেও এই সমস্যা বাড়ে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/08/32fa1c8c456e1c2a82ac43494ebd06dee8cff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাতে দীর্ঘক্ষণ জেগে থাকলে খাবারের হজমে সমস্যা হয়। পাশাপাশি রাত জেগে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার কারণেও এই সমস্যা বাড়ে
8/10
![সঠিক ঘুম না হলে ক্লান্তি বাড়ে। ফলে সারাদিন মেজাজ খিটখিটে থাকে এবং কর্মদক্ষতা কমে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
সঠিক ঘুম না হলে ক্লান্তি বাড়ে। ফলে সারাদিন মেজাজ খিটখিটে থাকে এবং কর্মদক্ষতা কমে।
9/10
![যাঁরা ৫ ঘণ্টা বা তার কম সময় ঘুমান, তাদের হঠাৎ করে মৃত্যু হওয়ার আশঙ্কা সাধারণ মানুষদের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/08/a94a80be482cb878bb295a4e5e14e8b2c41ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যাঁরা ৫ ঘণ্টা বা তার কম সময় ঘুমান, তাদের হঠাৎ করে মৃত্যু হওয়ার আশঙ্কা সাধারণ মানুষদের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়।
10/10
![দিনের পর পরিমিত ঘুম না হলে কর্টিজল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলে ত্বকের কোলাজেনের মাত্রা কমতে শুরু করার কারণে সৌন্দর্যও হ্রাস পায়।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
দিনের পর পরিমিত ঘুম না হলে কর্টিজল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলে ত্বকের কোলাজেনের মাত্রা কমতে শুরু করার কারণে সৌন্দর্যও হ্রাস পায়।
Published at : 08 Feb 2022 12:56 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)