Pollution: মাইক্রোফাইবারে বাড়ছে বিপদ, উৎস ওয়াশিং মেশিন
By : abp ananda | Updated at : 09 Apr 2022 10:06 AM (IST)
প্রতীকি চিত্র
1/10
দৈনন্দিন জীবনে এমন অনেক কাজই করা হয় যার জন্য বায়ু দূষণ হয়ে থাকে। জীবাশ্ম-জ্বালানিতে গাড়ি ব্যবহার করার জন্য, বাড়ি-অফিসে এসি ব্যবহার করার জন্য বায়ুদূষণ হয়ে থাকে।
2/10
কিন্তু যাঁরা তা করেন না, তাঁদেরও বায়ুদূষণে অবদান রয়ে যাচ্ছে। কারণ অতিপ্রয়োজনীয় একটি ঘরোয়া কাজের জন্যও বায়ু দূষণ হয়ে থাকে। এমনটাই দাবি একদল গবেষকের।
3/10
ওই বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতিদিন গৃহস্থ বাড়িতে জামাকাপড় ধোওয়ার জন্য যে ওয়াশিং মেশিন (Washing Machine) বা ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়, সেখান থেকেও হয় পরিবেশ দূষণ।
4/10
বিজ্ঞানীদের দাবি, ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় শুকনোর সময় বায়ুতে মাইক্রোফাইবার ছড়িয়ে পড়ে। যা পরিবেশ দূষণ ঘটায়। যে ধরনের ওয়াশিং মেশিন তাপ উৎপন্ন না করে শুধুমাত্র ঘূর্ণনের (Tumble) মাধ্যমে শুকোয় সেখানেই এই ধরনের মাইক্রোফাইবার বেশি ছড়ায়।
5/10
নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণা করেছেন। ওই গবেষণায় সাহায্য করেছে বহুজাতিক সংস্থা প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল (Procter and Gamble)।
6/10
সায়েন্স জার্নাল প্লস ওয়ান (PlOS ONE)-এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। মেশিনে কাপড় ধোওয়ার সময় কত পরিমাণ মাইক্রোফাইবার ছড়ায়, মেশিনের লিন্ট ফিল্টার (Lint Filter) কত পরিমাণ মাইক্রোফাইবার রুখতে পারে, সেগুলি পরীক্ষা করে দেখা হয়েছে।
7/10
গবেষকরা জানাচ্ছেন, ঘরে যে ওয়াশিং মেশিন-ড্রায়ার ব্যবহার হয় তাতে উল্লেখযোগ্য পরিমাণে মাইক্রোফাইবার তৈরি হয়। যা বায়ু দূষণ করে, তেমনই জলের সঙ্গেও মিশে যায়। গবেষকদের দাবি, তথ্য মিলেছে যে ফ্যাব্রিক কন্ডিশনার (fabric conditioner) এবং ড্রায়ার শিট ব্য়বহার করলে মাইক্রোফাইবারের পরিমাণ অনেক কমে যায়।
8/10
গবেষকরা জানিয়েছেন লিন্ট ফিল্টার কটন তন্তুর থেকে পলিয়েস্টারের তন্তু বেশি পরিমাণে আটকাতে পারে। অর্থাৎ পরিবেশে যে মাইক্রোফাইবার ছড়িয়ে পড়ে তা মূলত কটন তন্তু হয়ে থাকে বলে জানাচ্ছেন গবেষকরা।
9/10
ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মানের কাপড়, কাপড় ধোওয়ার ধরন নিয়ে সমীক্ষা হয়েছে। গবেষক দলের তরফে কেলি শেরিডন বলেছেন, 'মানব শরীরের উপর এর কী প্রভাব তা বোঝানো প্রয়োজন। শুধু মানবশরীরই নয়, পরিবেশের উপরও প্রভাব রয়েছে। জলেও যে পরিমাণ মাইক্রোফাইবার মিশছে তা যথেষ্ট চিন্তার।'
10/10
যে সংস্থাগুলি ঘরোয়া ওয়াশিং মেশিন বা ড্রায়ার তৈরি করেন তাঁদের দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামোগত পরিবর্তন আনা উচিত বলে মনে করছেন গবেষকরা। বেশ কিছু বিকল্প পদ্ধতির সন্ধান দিয়েছেন তাঁরা। সেগুলি ব্যবহার করলে বায়ুতে মাইক্রোফাইবার মেশার পরিমাণও অনেকটাই কমে যাবে বলে তাঁদের দাবি। ছবি: pixabay