এক্সপ্লোর
আজ বিশ্ব মার্জার দিবস, কেন মিশরে পুজো করা হত বিড়ালকে? কী বলছে ইতিহাস?
৭৫০০ খ্রিস্টপূর্বাব্দের অনেক আগে বন্য বিড়ালদের গৃহপালন শুরু হয়েছিল। কারণ বিড়াল ইঁদুরদের মেরে ফেলে মানুষকে সাহায্য করত।

আজ বিশ্ব মার্জার দিবস
1/8

International Cat Day ডে আজ। বিড়ালদের আদর-যত্ন করা, তাদের উপর নানা হিংসা প্রতিরোধ করা, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার বিশেষ দিন।
2/8

International Fund for Animal Welfare এই দিনটি পালন শুরু করে। প্রতি বছর ৮ অগাস্ট এই দিনটি বিড়ালপ্রেমীরা মহা উৎসাহে পালন করে। তাদের সোহাগে আদরে থাকা পোষ্যটিকে তো বটেই, রাস্তার বিড়ালদেরও বিশেষ যত্ন নেওয়ার শপথ নেয়।
3/8

২০২০ সাল থেকে এই দিনটি উদযাপনের দায়িত্ব মূলত international Cat Care এর হাতে। তারা বহুদিন ধরে পোষ্য বিড়ালদের নিয়ে কাজ করছে।
4/8

৭৫০০ খ্রিস্টপূর্বাব্দের অনেক আগে বন্য বিড়ালদের গৃহপালন শুরু হয়েছিল। কারণ বিড়াল ইঁদুরদের মেরে ফেলে গেরস্তের সাহায্য করত। ঘরে শস্য মজুত করেন যাঁরা , তাঁদের সাহায্য করত।
5/8

প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে বিড়ালদের বিশেষ সমাদর আছে।
6/8

বিড়ালদের দেবতা হিসেবে পুজো করা হত।
7/8

দেখা যায়, তাদের দেবী বাস্টেটের মাথাও বিড়ালের মতো। মিশরীয় সভ্যতায় বিড়ালকে মমি করেও রাখা হয়।
8/8

পোষা বিড়ালকে মালিকের সঙ্গে কবরও দেওয়া হত। গ্রীস রোমেও বিড়ালদের বিশেষ গুরুত্ব আছে। গ্রীসে, বিড়ালকে দেবী এথেনার সঙ্গে যুক্ত।
Published at : 08 Aug 2023 04:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
