এক্সপ্লোর
Jagannath Rath Yatra 2022: ১০৮ ঘড়া জলে স্নান করে এখন নিভৃতবাসে জগন্নাথ, প্রস্তুত হচ্ছে পুরী, দেখুন ছবি

প্রস্তুত হচ্ছে পুরী
1/10

আষাঢ় মানেই রথযাত্রা। বারো মাসে তেরো পার্বণের এক পার্বণ। রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় স্নানযাত্রার দিন।
2/10

মঙ্গলবার জগন্নাথদেবের সেই স্নানযাত্রার সূচনা হয়েছে। তারপর বুধবার থেকে শুরু হয়েছে তাঁর নিভৃতবাস।
3/10

আষাঢ় মাস মানেই রথযাত্রা। তার আগে জ্যৈষ্ঠ শেষে জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয় প্রতি বছর।
4/10

করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর, এবার বিধিনিষেধ না থাকায় স্নানযাত্রার দিনেই পুরীতে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়েছে।
5/10

সেজে উঠেছে পুরীর মন্দির। স্নানযাত্রায় সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নান করিয়ে মণ্ডপে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।
6/10

সেখানে ১০৮ ঘড়া জলে স্নান করানো হয় বিগ্রহকে। এরপর ১৫ দিনের বিশ্রাম পর্ব। রথযাত্রার দিন ফের দর্শন মিলবে জগন্নাথদেবের।
7/10

বিশ্বাস করা হয় পূর্ণিমায় বেশি জল দিয়ে স্নান করলে ভগবান অসুস্থ হয়ে পড়েন। তাই তাঁদের নির্জনে চিকিৎসা করা হয়।
8/10

এ সময় তাঁদের অনেক ওষুধ দেওয়া হয়। অসুস্থতায় ভগবানকে শুধুমাত্র সাধারণ ভোগ নিবেদন করা হয়। বলা হয়, এ সময় জগন্নাথ শুধুমাত্র পাচন খান।
9/10

ভগবানের স্বাস্থ্যের অবনতির কারণে ভক্তদের জন্য ১৫ দিন দর্শন বন্ধ রাখা হয়। এই সময়টাই পুরীতে চলে রথযাত্রার প্রস্তুতি। যা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
10/10

এবছর ১ জুলাই রথযাত্রায় বের হবেন। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা তিনটি রথে বসে তাঁদের মাসির জায়গায় গুন্ডিচা মন্দিরে যাবেন।
Published at : 16 Jun 2022 08:01 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
