এক্সপ্লোর
Mahashivaratri 2021: ত্রিপুরায় শিবের আবাসস্থল উনকোটি
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/1ffc501b9b076669ef1a23b8ecc1c767_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শৈব তীর্থক্ষেত্র উনকোটি
1/10
![ত্রিপুরার অন্যতম তীর্থক্ষেত্র উনকোটি। পাহাড়ের গায়ে খোদাই করা শিব, গণেশ সহ অন্যান্য দেব-দেবীর মূর্তিগুলি উনকোটির আকর্ষণ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/30fe54e93e76a71d1cced29fa1f0f4864cf6a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ত্রিপুরার অন্যতম তীর্থক্ষেত্র উনকোটি। পাহাড়ের গায়ে খোদাই করা শিব, গণেশ সহ অন্যান্য দেব-দেবীর মূর্তিগুলি উনকোটির আকর্ষণ।
2/10
![উনকোটি শব্দের অর্থ এক কোটির চেয়ে এক কম। কিংবদন্তী অনুযায়ী, ত্রিপুরার এই তীর্থক্ষেত্রে এক কোটির চেয়ে একটি কম মূর্তি রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/045d28892db69dda986c9562a2200315326d0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উনকোটি শব্দের অর্থ এক কোটির চেয়ে এক কম। কিংবদন্তী অনুযায়ী, ত্রিপুরার এই তীর্থক্ষেত্রে এক কোটির চেয়ে একটি কম মূর্তি রয়েছে।
3/10
![উনকোটি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনি শোনা যায়। তার মধ্যে কোনটি আসল, তা জানা যায় না। তবে অনেকেই আধ্যাত্মিক বিশ্বাসের জন্য এখানে যান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/10aa848e31f1f5f837a7c682ea2e71fd4312d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উনকোটি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনি শোনা যায়। তার মধ্যে কোনটি আসল, তা জানা যায় না। তবে অনেকেই আধ্যাত্মিক বিশ্বাসের জন্য এখানে যান।
4/10
![একটি কাহিনি অনুসারে, কালু কামার নামে এক স্থাপত্যকার দেব পার্বতীর ভক্ত ছিলেন। তিনি একবার শিব-পার্বতীকে তাঁদের সঙ্গে কৈলাসে নিয়ে যাওয়ার অনুরোধ জানান। মহাদেব বলেন, এক রাত্রের মধ্যে এক কোটি দেব-দেবীর মূর্তি তৈরি করতে হবে। কালু কামার এক কোটির চেয়ে একটি কম মূর্তি তৈরি করতে সক্ষম হন। সেই কারণে তাঁর পক্ষে কৈলাসে যাওয়া সম্ভব হয়নি। তবে মূর্তিগুলি রয়ে গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/b94a099af1cd9c75a9fb2ef44380ee70a7676.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একটি কাহিনি অনুসারে, কালু কামার নামে এক স্থাপত্যকার দেব পার্বতীর ভক্ত ছিলেন। তিনি একবার শিব-পার্বতীকে তাঁদের সঙ্গে কৈলাসে নিয়ে যাওয়ার অনুরোধ জানান। মহাদেব বলেন, এক রাত্রের মধ্যে এক কোটি দেব-দেবীর মূর্তি তৈরি করতে হবে। কালু কামার এক কোটির চেয়ে একটি কম মূর্তি তৈরি করতে সক্ষম হন। সেই কারণে তাঁর পক্ষে কৈলাসে যাওয়া সম্ভব হয়নি। তবে মূর্তিগুলি রয়ে গিয়েছে।
5/10
![iঅন্য একটি কাহিনি অনুযায়ী, শিব একবার দেব-দেবীদের নিয়ে বারাণসী যাচ্ছিলেন। শিব সহ দেব-দেবীর সংখ্যা ছিল এক কোটি। তাঁরা রাত্রিবাস করার জন্য ত্রিপুরার এই জায়গায় থামেন। পরদিন সূর্যোদয়ের আগেই রওনা হওয়ার কথা ছিল। কিন্তু শিব ছাড়া আরও কোনও দেব-দেবীর ঘুম ভাঙেনি। ফলে তাঁদের ফেলে রেখে শিব একাই বারাণসীর উদ্দেশে রওনা হন এবং বাকি দেব-দেবীরা পাথর হয়ে যান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/4d079060237c7338bbecb2d2c5288ce2bcf21.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
iঅন্য একটি কাহিনি অনুযায়ী, শিব একবার দেব-দেবীদের নিয়ে বারাণসী যাচ্ছিলেন। শিব সহ দেব-দেবীর সংখ্যা ছিল এক কোটি। তাঁরা রাত্রিবাস করার জন্য ত্রিপুরার এই জায়গায় থামেন। পরদিন সূর্যোদয়ের আগেই রওনা হওয়ার কথা ছিল। কিন্তু শিব ছাড়া আরও কোনও দেব-দেবীর ঘুম ভাঙেনি। ফলে তাঁদের ফেলে রেখে শিব একাই বারাণসীর উদ্দেশে রওনা হন এবং বাকি দেব-দেবীরা পাথর হয়ে যান।
6/10
![উনকোটিতে শিব ছাড়াও কালভৈরব, গণেশ, বিষ্ণু, দুর্গা, রাম সহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি আছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/c6cc148be88060ddff1a4b7932ed07096d40b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উনকোটিতে শিব ছাড়াও কালভৈরব, গণেশ, বিষ্ণু, দুর্গা, রাম সহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি আছে।
7/10
![ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৭৮ কিলোমিটার দূরে রঘুনন্দন পাহাড়ে উনকোটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/2be3129498a749eedac3224a00e8c04789d7c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৭৮ কিলোমিটার দূরে রঘুনন্দন পাহাড়ে উনকোটি।
8/10
![ইতিহাসবিদদের মতে, অষ্টম বা নবম শতকে উনকোটির মূর্তিগুলি তৈরি হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্টভাবে কোনও তথ্য পাওয়া যায় না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/69cea2011a77f8e636e1044e5a6e2a61b6cb4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইতিহাসবিদদের মতে, অষ্টম বা নবম শতকে উনকোটির মূর্তিগুলি তৈরি হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্টভাবে কোনও তথ্য পাওয়া যায় না।
9/10
![উনকোটির সর্বত্র এই ধরনের মূর্তি দেখা যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/7bc1a72f470e80c95ee0b695e878548c73f56.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উনকোটির সর্বত্র এই ধরনের মূর্তি দেখা যায়।
10/10
![রঘুনন্দন পাহাড়ে মূর্তিগুলির পাশাপাশি ঝর্ণাও রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/5e7dd7b869bee86ac4ff2f5813e36178292fc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রঘুনন্দন পাহাড়ে মূর্তিগুলির পাশাপাশি ঝর্ণাও রয়েছে।
Published at : 11 Mar 2021 11:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)