ত্রিপুরার অন্যতম তীর্থক্ষেত্র উনকোটি। পাহাড়ের গায়ে খোদাই করা শিব, গণেশ সহ অন্যান্য দেব-দেবীর মূর্তিগুলি উনকোটির আকর্ষণ।
2/10
উনকোটি শব্দের অর্থ এক কোটির চেয়ে এক কম। কিংবদন্তী অনুযায়ী, ত্রিপুরার এই তীর্থক্ষেত্রে এক কোটির চেয়ে একটি কম মূর্তি রয়েছে।
3/10
উনকোটি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনি শোনা যায়। তার মধ্যে কোনটি আসল, তা জানা যায় না। তবে অনেকেই আধ্যাত্মিক বিশ্বাসের জন্য এখানে যান।
4/10
একটি কাহিনি অনুসারে, কালু কামার নামে এক স্থাপত্যকার দেব পার্বতীর ভক্ত ছিলেন। তিনি একবার শিব-পার্বতীকে তাঁদের সঙ্গে কৈলাসে নিয়ে যাওয়ার অনুরোধ জানান। মহাদেব বলেন, এক রাত্রের মধ্যে এক কোটি দেব-দেবীর মূর্তি তৈরি করতে হবে। কালু কামার এক কোটির চেয়ে একটি কম মূর্তি তৈরি করতে সক্ষম হন। সেই কারণে তাঁর পক্ষে কৈলাসে যাওয়া সম্ভব হয়নি। তবে মূর্তিগুলি রয়ে গিয়েছে।
5/10
iঅন্য একটি কাহিনি অনুযায়ী, শিব একবার দেব-দেবীদের নিয়ে বারাণসী যাচ্ছিলেন। শিব সহ দেব-দেবীর সংখ্যা ছিল এক কোটি। তাঁরা রাত্রিবাস করার জন্য ত্রিপুরার এই জায়গায় থামেন। পরদিন সূর্যোদয়ের আগেই রওনা হওয়ার কথা ছিল। কিন্তু শিব ছাড়া আরও কোনও দেব-দেবীর ঘুম ভাঙেনি। ফলে তাঁদের ফেলে রেখে শিব একাই বারাণসীর উদ্দেশে রওনা হন এবং বাকি দেব-দেবীরা পাথর হয়ে যান।
6/10
উনকোটিতে শিব ছাড়াও কালভৈরব, গণেশ, বিষ্ণু, দুর্গা, রাম সহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি আছে।
7/10
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৭৮ কিলোমিটার দূরে রঘুনন্দন পাহাড়ে উনকোটি।
8/10
ইতিহাসবিদদের মতে, অষ্টম বা নবম শতকে উনকোটির মূর্তিগুলি তৈরি হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্টভাবে কোনও তথ্য পাওয়া যায় না।
9/10
উনকোটির সর্বত্র এই ধরনের মূর্তি দেখা যায়।
10/10
রঘুনন্দন পাহাড়ে মূর্তিগুলির পাশাপাশি ঝর্ণাও রয়েছে।