এক্সপ্লোর
Room Decoration Tips: ঝক্কি নেই একেবারে, উপরন্তু আলো-হাওয়া খেলবে, একটি ঘরকে দু’টি করুন এই উপায়ে
Home Decor Tips: ছোট্ট বাড়িতেই হাত-পা ছড়িয়ে থাকতে পারবেন দিব্যি। শুধু বুদ্ধি খাটাতে হবে, তাহলেই বাজিমাত। ছবি: ফ্রিপিক।
![Home Decor Tips: ছোট্ট বাড়িতেই হাত-পা ছড়িয়ে থাকতে পারবেন দিব্যি। শুধু বুদ্ধি খাটাতে হবে, তাহলেই বাজিমাত। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/d6b7fca20dfb1ff4d90a7b53f3a12eac1715867683802338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: ফ্রিপিক।
1/10
![মাথার উপর নিশ্চিন্ত আশ্রয় গড়ে তোলা সহজ কাজ নয় মোটেই। শহরে ছোটখাটো একটা ফ্ল্যাট কিনতেই হিমশিম খেতে হয় আমাদের। আর সেই ছোট্ট ফ্ল্যাটে বসবাস করা আরও কঠিন। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/8df7b73a7820f4aef47864f2a6c5fccf0b5f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাথার উপর নিশ্চিন্ত আশ্রয় গড়ে তোলা সহজ কাজ নয় মোটেই। শহরে ছোটখাটো একটা ফ্ল্যাট কিনতেই হিমশিম খেতে হয় আমাদের। আর সেই ছোট্ট ফ্ল্যাটে বসবাস করা আরও কঠিন। ছবি: ফ্রিপিক।
2/10
![তবে যদি বুদ্ধি করে সাজাতে পারেন, ছোট ফ্ল্যাটেই হাত-পা ছড়িয়ে থাকা যেতে পারে। বিশেষ করে একটিমাত্র ঘর নিয়ে যদি সমস্যা হয়, সহজেই সেটিকে দু’টি ঘরে পরিণত করা সম্ভব, তার জন্য আইনি ঝক্কির মুখেও পড়তে হবে না। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/156005c5baf40ff51a327f1c34f2975bc7981.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে যদি বুদ্ধি করে সাজাতে পারেন, ছোট ফ্ল্যাটেই হাত-পা ছড়িয়ে থাকা যেতে পারে। বিশেষ করে একটিমাত্র ঘর নিয়ে যদি সমস্যা হয়, সহজেই সেটিকে দু’টি ঘরে পরিণত করা সম্ভব, তার জন্য আইনি ঝক্কির মুখেও পড়তে হবে না। ছবি: ফ্রিপিক।
3/10
![কর্পোরেট অফিসে ইটের গাঁথনি তোলার পরিবর্তে অস্থায়ী দেওয়াল তুলে বড় জায়গাকে ভাগ করতে দেখেছি আমরা। বসত বাড়িতেও সেই পদ্ধতি কার্যকর করা যেতে পারে। তাই বলে কাঠের তক্তা মাঝে দাঁড় করিয়ে দেবেন না যেন! ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800cc22a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্পোরেট অফিসে ইটের গাঁথনি তোলার পরিবর্তে অস্থায়ী দেওয়াল তুলে বড় জায়গাকে ভাগ করতে দেখেছি আমরা। বসত বাড়িতেও সেই পদ্ধতি কার্যকর করা যেতে পারে। তাই বলে কাঠের তক্তা মাঝে দাঁড় করিয়ে দেবেন না যেন! ছবি: ফ্রিপিক।
4/10
![বাজারে নকশা কাটা এমন অস্থায়ী স্ক্রিন পাওয়া যায়। ঘরের একদিকে খাট-আলমারি রেখে, মাঝ খানে ওই অস্থায়ী স্ক্রিন দাঁড় করিয়ে দিতে পারেন। অন্য দিকটি সহজেই বসার জায়গা বা স্টাডি রুম হয়ে যেতে পারে। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/799bad5a3b514f096e69bbc4a7896cd97c283.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাজারে নকশা কাটা এমন অস্থায়ী স্ক্রিন পাওয়া যায়। ঘরের একদিকে খাট-আলমারি রেখে, মাঝ খানে ওই অস্থায়ী স্ক্রিন দাঁড় করিয়ে দিতে পারেন। অন্য দিকটি সহজেই বসার জায়গা বা স্টাডি রুম হয়ে যেতে পারে। ছবি: ফ্রিপিক।
5/10
![কাঠের বা ফাইবারের পরিবর্তে ধাতব রুম ডিভাইডারও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। এতে বেশ আধুনিক লুক আসবে। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/d0096ec6c83575373e3a21d129ff8fef022f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাঠের বা ফাইবারের পরিবর্তে ধাতব রুম ডিভাইডারও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। এতে বেশ আধুনিক লুক আসবে। ছবি: ফ্রিপিক।
6/10
![একটি ঘরকে দু’টি করার প্রক্রিয়াকে আরও সৃজনশীলও করে তুলতে পারেন। এক্ষেত্রে দেওয়ালের পরিবর্তে নকশা কাটা গ্রিল বসাতে পারেন মাঝে। যাতে এপার ওপার দেখাও যায়, আবার সুন্দরও দেখায়। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/18e2999891374a475d0687ca9f989d8338153.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একটি ঘরকে দু’টি করার প্রক্রিয়াকে আরও সৃজনশীলও করে তুলতে পারেন। এক্ষেত্রে দেওয়ালের পরিবর্তে নকশা কাটা গ্রিল বসাতে পারেন মাঝে। যাতে এপার ওপার দেখাও যায়, আবার সুন্দরও দেখায়। ছবি: ফ্রিপিক।
7/10
![একটি ঘরকে ভেঙে দু’টি করার ক্ষেত্রে বাড়তি জায়গাও পাওয়া যায়, যদি অস্থায়ী দেওয়ালের পরিবর্তে মাঝখানে দেওয়াল সদৃশ শেলফ বসাতে পারেন। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/ae566253288191ce5d879e51dae1d8c3930c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একটি ঘরকে ভেঙে দু’টি করার ক্ষেত্রে বাড়তি জায়গাও পাওয়া যায়, যদি অস্থায়ী দেওয়ালের পরিবর্তে মাঝখানে দেওয়াল সদৃশ শেলফ বসাতে পারেন। ছবি: ফ্রিপিক।
8/10
![এর ফলে পৃথক জায়গাও যেমন পাওয়া যাবে, শেলফে জিনিসপত্রও রাখতে পারবেন। পছন্দের শোপিস, ল্যাম্প, বইপত্র সাজিয়ে রাখা যাবে। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/032b2cc936860b03048302d991c3498ff1854.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর ফলে পৃথক জায়গাও যেমন পাওয়া যাবে, শেলফে জিনিসপত্রও রাখতে পারবেন। পছন্দের শোপিস, ল্যাম্প, বইপত্র সাজিয়ে রাখা যাবে। ছবি: ফ্রিপিক।
9/10
![আধুনিক সাজসজ্জা পছন্দ হলে ঘর ভাগ করতে ব্যবহার করতে পারেন কাচের পার্টিশন। এতে ঘরও বড় দেখাবে, বেশি আলো খেলবে ঘরে। মাঝে স্লাইডিং দরজা বসিয়ে নিতে পারেন। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/30e62fddc14c05988b44e7c02788e18709b48.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আধুনিক সাজসজ্জা পছন্দ হলে ঘর ভাগ করতে ব্যবহার করতে পারেন কাচের পার্টিশন। এতে ঘরও বড় দেখাবে, বেশি আলো খেলবে ঘরে। মাঝে স্লাইডিং দরজা বসিয়ে নিতে পারেন। ছবি: ফ্রিপিক।
10/10
![মাঝে কিছু না বসিয়েও একটি ঘরকে দু’টির রূপ দেওয়া সম্ভব। এক্ষেত্রে ঘরের এক দিকে কাঠের প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেন, যার নীচে জিনিসপত্র রাখার জায়গা থাকবে। উপরে রাখা থাকবে বিছানা। বাকি অংশ ব্যবহার করুন নিজের ইচ্ছে মতো। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/62bf1edb36141f114521ec4bb41755790fd1f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাঝে কিছু না বসিয়েও একটি ঘরকে দু’টির রূপ দেওয়া সম্ভব। এক্ষেত্রে ঘরের এক দিকে কাঠের প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেন, যার নীচে জিনিসপত্র রাখার জায়গা থাকবে। উপরে রাখা থাকবে বিছানা। বাকি অংশ ব্যবহার করুন নিজের ইচ্ছে মতো। ছবি: ফ্রিপিক।
Published at : 16 May 2024 07:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)