এক্সপ্লোর
Room Decoration Tips: ঝক্কি নেই একেবারে, উপরন্তু আলো-হাওয়া খেলবে, একটি ঘরকে দু’টি করুন এই উপায়ে
Home Decor Tips: ছোট্ট বাড়িতেই হাত-পা ছড়িয়ে থাকতে পারবেন দিব্যি। শুধু বুদ্ধি খাটাতে হবে, তাহলেই বাজিমাত। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

মাথার উপর নিশ্চিন্ত আশ্রয় গড়ে তোলা সহজ কাজ নয় মোটেই। শহরে ছোটখাটো একটা ফ্ল্যাট কিনতেই হিমশিম খেতে হয় আমাদের। আর সেই ছোট্ট ফ্ল্যাটে বসবাস করা আরও কঠিন। ছবি: ফ্রিপিক।
2/10

তবে যদি বুদ্ধি করে সাজাতে পারেন, ছোট ফ্ল্যাটেই হাত-পা ছড়িয়ে থাকা যেতে পারে। বিশেষ করে একটিমাত্র ঘর নিয়ে যদি সমস্যা হয়, সহজেই সেটিকে দু’টি ঘরে পরিণত করা সম্ভব, তার জন্য আইনি ঝক্কির মুখেও পড়তে হবে না। ছবি: ফ্রিপিক।
Published at : 16 May 2024 07:41 PM (IST)
আরও দেখুন






















