এক্সপ্লোর
Alexander The Great: সুবিশাল সাম্রাজ্য গড়তে গিয়ে মুখদর্শনই হয়নি সন্তানের, দিগ্বিজয়ী আলেকজান্ডারের ছেলেদের পরিণতিও হয় মর্মান্তিক
History: সাহসিকতা, বীরত্ব এবং তিনি পরস্পরের সমার্থক। বলকান থেকে অধুনা পাকিস্তান, সাম্রাজ্য ছিল সুবিশাল। কিন্তু মহান আলেকজান্ডারের ছেলেরাই তা ভোগ করতে পারেননি।
ছবি: পিক্সাবে।
1/10

ইতিহাস এবং রাজনীতিতে আগ্রহ রয়েছে অথচ গ্রিক রাজা ‘আলেকজান্টার দ্য গ্রেট’-কে চেনেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ইতিহাসের এক বহুল সমালোচিত চরিত্র তিনি। সুদূর গ্রিস থেকে অবিভক্ত ভারতের পশ্চিম পর্যন্ত সাম্রাজ্য বিস্তারের অনন্য নজির রয়েছে তাঁর।
2/10

বিতর্ক, সমালোচনা থাকবেই, কিন্তু বীরত্ব এবং সাহসিকতার সমার্থক হিসেবেও আলেকজান্ডারকে দেখেন ইতিহাসবিদদের একাংশ। তাই তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে বংশধরদের নিয়ে কৌতূহল থাকাও স্বাভাবিক।
Published at : 11 Jul 2023 09:01 AM (IST)
আরও দেখুন






















