জিমনির পাশাপাশি মারুতি প্যাভিলিয়নে আছে ফিউচুরো-ই। এই প্রথম এই এসইউভি অটো এক্সপো-য় পা রাখল।
2/13
3/13
অবশ্য টাটার প্যাভিলিয়নে সিয়েরাই শুধু নয়, নজর টানবে এইচবিএক্স-ও। কমপ্যাক্ট এই এসইউভিও আগামী কয়েক মাসে এসে পড়ছে বাজারে।
4/13
আবার ফিরে এল টাটা সিয়েরা। এবার ইভি এসইউভি-তে। টাটার গাড়ির মধ্যে সিয়েরাই সব থেকে নজর কেড়েছে।
5/13
কিয়ার দারুণ বিক্রি এ দেশে। তাদের নতুন এসইউভির নাম সনেট। শিগগিরই পেয়ে যাবেন বাজারে।
6/13
মাহিন্দ্রার ফানস্টার গাড়ি দেখতে ভিড় করেছেন দর্শক। কনভার্টিবল এই এসইউভি আদপে স্পোর্টস কার, চওড়া দরজা খুলে আসছে বাইরের দিকে।
7/13
অটো এক্সপো-য় আসবেন, আর মার্সিডিজ প্যাভিলিয়নে পা রাখবেন না, তা হয় নাকি! ঝকঝকে নীল এই গাড়ি আপনার নজর কাড়বেই। এবারের এক্সপো-য় এটাই সব থেকে দামী গাড়ি।
8/13
চিনা সংস্থা হাভাল এনেছে দুটি এসইউভি। সঙ্গে ছোট্ট একটি ইলেকট্রিক গাড়ি।
9/13
10/13
দিল্লিতে এবারের অটো এক্সপো অন্যান্যবারের থেকে ছোট। কিন্তু গাড়ি এসেছে প্রচুর, সব থেকে নজর কেড়েছে নতুন নতুন এসইউভি। এমনই এক গাড়ি হল হুন্ডাই ক্রেটা। এই প্রথম ভারতে এল এই গাড়ি। সম্ভবত সামনের মাস থেকে ভারতের বাজারে ক্রেটা বিক্রি হবে। আগের ক্রেটার থেকে এই গাড়ি বড়, সুযোগসুবিধেও বেশি।
11/13
মারুতি গাড়ির ভিড়ে সবার নজর কেড়েছে যেমন সুজুকি জিমনি। এখনও অবশ্য এই গাড়ি ভারতে আসেনি।
12/13
13/13
ফক্সভাগেন এনেছে ইভি কনসেপ্টের এসইউভি। দ্রুত গতির এই লাক্সারি বিদ্যুৎচালিত এসইউভি একবার চার্জ দিলে ৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।