এক্সপ্লোর
Indian Monsoon: বানভাসি হিমাচল-ওড়িশা, বন্যাবিধ্বস্ত উত্তরপ্রদেশ-রাজস্থানও, ভোগান্তি নানা রাজ্যে
Flood Situation: বৃষ্টির কারণে কোথাও ফুলেফেঁপে দুই পাড় ভাসিয়েছে নদী। কোথাও আবার হড়পা বানে ভেঙে গিয়েছে রাস্তা, ভেসে গিয়েছে সেতু।
![Flood Situation: বৃষ্টির কারণে কোথাও ফুলেফেঁপে দুই পাড় ভাসিয়েছে নদী। কোথাও আবার হড়পা বানে ভেঙে গিয়েছে রাস্তা, ভেসে গিয়েছে সেতু।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/a789c54f0c61d95ee6503f719db8c15f1661422429747385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র
1/9
![প্রতিবছর বন্যায় বিপর্যস্ত হয় ভারতের নানা রাজ্য। এই বছরেই তার ব্যতিক্রম হয়নি। বৃষ্টির কারণে কোথাও ফুলেফেঁপে দুই পাড় ভাসিয়েছে নদী। কোথাও আবার হড়পা বানে ভেঙে গিয়েছে রাস্তা, ভেসে গিয়েছে সেতু। হিমাচল প্রদেশ থেকে রাজস্থান। ওড়িশা থেকে মধ্যপ্রদেশ। বন্যার দাপটে ভয়াবহ ভোগান্তি রাজ্যগুলিতে। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800e6318.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিবছর বন্যায় বিপর্যস্ত হয় ভারতের নানা রাজ্য। এই বছরেই তার ব্যতিক্রম হয়নি। বৃষ্টির কারণে কোথাও ফুলেফেঁপে দুই পাড় ভাসিয়েছে নদী। কোথাও আবার হড়পা বানে ভেঙে গিয়েছে রাস্তা, ভেসে গিয়েছে সেতু। হিমাচল প্রদেশ থেকে রাজস্থান। ওড়িশা থেকে মধ্যপ্রদেশ। বন্যার দাপটে ভয়াবহ ভোগান্তি রাজ্যগুলিতে। ছবি: পিটিআই
2/9
![ভয়াবহ বন্যার দাপট চলছে ওড়িশায়। ওড়িশার বালাশোর জেলার একাধিক এলাকা বন্যা কবলিত। ওই জেলায় বালিয়াপাল ব্লকের জামকুন্ডার পরিস্থিতি ঠিক এমনই। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/156005c5baf40ff51a327f1c34f2975b9a51f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভয়াবহ বন্যার দাপট চলছে ওড়িশায়। ওড়িশার বালাশোর জেলার একাধিক এলাকা বন্যা কবলিত। ওই জেলায় বালিয়াপাল ব্লকের জামকুন্ডার পরিস্থিতি ঠিক এমনই। ছবি: পিটিআই
3/9
![বন্যা পরিস্থিতি উত্তরপ্রদেশেও। সে রাজ্যের প্রয়াগরাজের একাধিক এলাকায় গঙ্গার জল উপচে ভাসিয়ে দিয়েছে দুই পাড়ের বিস্তীর্ণ এলাকা। জলের নীচে রাস্তা। তার উপর নৌকায় যাতায়াত বাসিন্দাদের। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/799bad5a3b514f096e69bbc4a7896cd9517d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বন্যা পরিস্থিতি উত্তরপ্রদেশেও। সে রাজ্যের প্রয়াগরাজের একাধিক এলাকায় গঙ্গার জল উপচে ভাসিয়ে দিয়েছে দুই পাড়ের বিস্তীর্ণ এলাকা। জলের নীচে রাস্তা। তার উপর নৌকায় যাতায়াত বাসিন্দাদের। ছবি: পিটিআই
4/9
![উত্তরপ্রদেশের মির্জাপুরেও ছবিটা একই। ভারী বৃষ্টির কারণে সেখানেও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বাড়িতে ঢুকে গিয়েছে জল। চরম ভোগান্তিতে সাধারণ বাসিন্দারা। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/d0096ec6c83575373e3a21d129ff8fefe96fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উত্তরপ্রদেশের মির্জাপুরেও ছবিটা একই। ভারী বৃষ্টির কারণে সেখানেও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বাড়িতে ঢুকে গিয়েছে জল। চরম ভোগান্তিতে সাধারণ বাসিন্দারা। ছবি: পিটিআই
5/9
![মধ্যপ্রদেশেও চলছে বন্যা পরিস্থিতি। সেই রাজ্যে বিদিশা জেলায় এখন বন্যা। প্রশাসনের তরফ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/032b2cc936860b03048302d991c3498fa1f65.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মধ্যপ্রদেশেও চলছে বন্যা পরিস্থিতি। সেই রাজ্যে বিদিশা জেলায় এখন বন্যা। প্রশাসনের তরফ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ছবি: পিটিআই
6/9
![ভারী বৃষ্টিপাতের কারণে তছনছ পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশও। প্রবল বৃষ্টির কারণে বন্যাও হয়েছে সেখানে। হিমাচলের ঠুনাগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/18e2999891374a475d0687ca9f989d83ff815.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারী বৃষ্টিপাতের কারণে তছনছ পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশও। প্রবল বৃষ্টির কারণে বন্যাও হয়েছে সেখানে। হিমাচলের ঠুনাগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। ছবি: পিটিআই
7/9
![রাজস্থানেও চলছে বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টির কারণে চাপ বেড়েছে জলাধারগুলিতে। কোটা ব্যারাজ থেকে ছাড়া হয়েছে জল। তারপরেই ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। কোটার চার জেলায় ক্রমশ খারাপ হয়েছে বন্যা পরিস্থিতি। ভেসে গিয়েছে একাধিক গ্রাম। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/fe5df232cafa4c4e0f1a0294418e5660b2a5a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজস্থানেও চলছে বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টির কারণে চাপ বেড়েছে জলাধারগুলিতে। কোটা ব্যারাজ থেকে ছাড়া হয়েছে জল। তারপরেই ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। কোটার চার জেলায় ক্রমশ খারাপ হয়েছে বন্যা পরিস্থিতি। ভেসে গিয়েছে একাধিক গ্রাম। ছবি: পিটিআই
8/9
![গুজরাতেও প্রবল বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে জল বেড়েছে বিভিন্ন বাঁধে। ধারোই বাঁধ থেকে জল ছাড়ার ফলে সবরমতী নদীর জলস্তর বেড়ে গিয়েছে। সেই কারণে সবরমতী রিভারফ্রন্টের বেশ কিছুটা অংশ জলের তলায়। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/8cda81fc7ad906927144235dda5fdf15fd417.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গুজরাতেও প্রবল বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে জল বেড়েছে বিভিন্ন বাঁধে। ধারোই বাঁধ থেকে জল ছাড়ার ফলে সবরমতী নদীর জলস্তর বেড়ে গিয়েছে। সেই কারণে সবরমতী রিভারফ্রন্টের বেশ কিছুটা অংশ জলের তলায়। ছবি: পিটিআই
9/9
![রাস্তা ডুবে গিয়েছে জলে। কোমরসমান জলে হেঁটে শুকনো ডাঙার খোঁজে বাসিন্দারা। ভেলায় রয়েছে ঘর থেকে আনা প্রয়োজনীয় জিনিসপত্র। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ছবি। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/25/30e62fddc14c05988b44e7c02788e187026a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাস্তা ডুবে গিয়েছে জলে। কোমরসমান জলে হেঁটে শুকনো ডাঙার খোঁজে বাসিন্দারা। ভেলায় রয়েছে ঘর থেকে আনা প্রয়োজনীয় জিনিসপত্র। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ছবি। ছবি: পিটিআই
Published at : 25 Aug 2022 03:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)