এক্সপ্লোর
Ashfaqulla Khan Birth Anniversary: ‘হলে হোক ভারত হিন্দুরাষ্ট্র, তবু ইংরেজ শাসন মঞ্জুর নয়’, সব শেষ বুঝেও আদর্শ থেকে সরেননি আশফাকুল্লা
Indian Freedom Struggle: ইংরেজ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন দেশকে। সব থাকতেও তাই ঝাঁপিয়ে পড়েছিলেন আন্দোলনে। মাত্র ২৭ বছর বয়সে মৃত্যুবরণ।
জন্মদিনে ফিরে দেখা আশফাকুল্লা খানকে।
1/10

জাত-ধর্ম নিয়ে মাথাব্যথা ছিল না। শুধু পরাধীনতার শৃঙ্খলে বাঁধা পড়ে থাকায় ঘোর আপত্তি ছিল। তাই ব্রিটিশ শাসকের হাতে থাকার চেয়ে ভারত হিন্দুরাষ্ট্র হয়ে গেলেও, হাসিমুখে মেনে নেবেন বলে জানিয়েছিলেন। ২২ অগাস্ট সেই স্বাধীনতা সংগ্রামী আশফাকুল্লা খানের ১২২তম জন্মদিন।
2/10

উত্তরপ্রদেশের শাহজানপুরে সফিকউল্লা খান এবং মাজহারউন্নিসার ঘরে জন্ম আশফাকুল্লার। খাইবার প্রদেশের জমিদার পরিবারের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে কনিষ্ঠ। সপ্তম শ্রেণিতে পরার সময় স্কুলে ইংরেশ শাসকের হাতে রাজারাম ভারতীয়কে গ্রেফতার হতে দেখেন।
Published at : 22 Oct 2022 02:20 AM (IST)
আরও দেখুন






















