এক্সপ্লোর
Tirumala Tirupati Devasthanams: অতিমারির ঘাটতি পূরণই লক্ষ্য, বাজেট পেশ তিরুপতি মন্দিরের, ৩ হাজার কোটির বেশি আয়ের লক্ষ্য
6
1/10

ভক্তসমাগমে বাধা হয়ে দাঁড়িয়েছিল অতিমারি। করোনার প্রকোপ কমলেও, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তার প্রভাব পড়েছে মন্দিরের দানপেটিতেও।
2/10

তাই চলতি অর্থবর্ষে ঘাটতিপূরণের লক্ষ্য নিলেন অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি দেবস্থানমস (TTD) কর্তৃপক্ষ। প্রসাদ এবং চুল বিক্রি করে, বিয়েবাড়ি ভাড়া দিয়ে আগামী এক বছরে ৩ হাজার ৯৬ কোটি ৪০ লক্ষ টাকা আয়ের লক্ষ্য রেখেছেন তাঁরা।
Published at : 18 Feb 2022 03:30 PM (IST)
আরও দেখুন






















