এক্সপ্লোর
Indian Railway: হলুদ-কালোয় স্টেশনের নাম, সারা দেশে এই নিয়ম কেন জানেন?
Railway Station Sign Board: অন্য কোনও রং নয়, দেশজুড়ে প্রত্যেকটি স্টেশনের নাম লেখার জন্য ব্যবহার করা হয় নির্দিষ্ট দুটি রং।

ফাইল ছবি
1/8

দেশের পরিবহন ব্যবস্থার মূল ধমনী রেল। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনে যাতায়াত করে। বিশ্বের মধ্যে চতুর্থ এবং এশিয়ার মধ্য়ে দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে।
2/8

ট্রেনে পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট পথের ব্যবধানে থাকে প্ল্যাটফর্ম। সেখানেই লেখা থাকে স্টেশনের নাম। প্রত্যেকটি স্টেশনের নাম ভিন্ন হলেও সবক্ষেত্রেই রয়েছে একটা মিল।
3/8

স্টেশনের নাম লেখা থাকে হলুদ রঙের উপরে। সবক্ষেত্রেই হলুদের উপর নাম লেখা থাকে কালো রং দিয়ে। এখন প্রশ্ন হল এর কারণ কী?
4/8

সারা দেশে ৭ হাজার ৩৩৫ হাজার রেলস্টেশন রয়েছে। সবক্ষেত্রেই স্টেশনের নাম লেখার জন্য এই দুটি রং ব্যবহার করা হয়।
5/8

এই হলুদ রং সরাসরি সূর্য রশ্মির সঙ্গে সম্পর্কযুক্ত। যে রঙের অর্থ আনন্দ, এনার্জি এবং বুদ্ধিমত্তা। হলুদ রং ইতিবাচক দিক নির্দেশ করে। চোখের উপর চাপ পড়ে না এই রঙে।
6/8

ট্রেন চালকের অনেক দূর থেকে সামনের দিকটা দেখতে হয়। হলুদ রঙের জন্য অনেক দূর থেকে বোঝা যায় স্টেশন। যার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ট্রেনের গতি বাড়াতে না কমাতে হবে তাও সিদ্ধান্ত নিতে পারেন।
7/8

বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন আবহাওয়া থাকে দেশে। কখনও কুয়াশার কারণে দূরের জিনিস দেখা যায়। সেক্ষেত্র কার্যকরী এই হলুদ রং। হলুদের উপর কালো রং দিয়ে লেখা থাকলে অনেক দূর থেকে নাম দেখা যায়।
8/8

দূরপাল্লার ট্রেনে তো বটেই লোকাল ট্রেন চালানোর সময় স্টেশনে কখন আসছে তা দেখতে হয়। এতে সতর্ক থাকতে পারেন ড্রাইভার। তাতে যাত্রীরাও সতর্ক হতে পারে এবং দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
Published at : 06 Sep 2024 08:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
