এক্সপ্লোর
Indian Railways: সুখবর ! টিকিট না থাকলেও যাত্রা করতে পারবেন ট্রেনে , জানুন কী হয়েছে নতুন নিয়ম ?
Indian_Railways Update: জেনে নিন রেলের নতুন এই নিয়ম।
1/7

Indian Railways: ট্রেনের যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে রিজার্ভেশন টিকিট না থাকলেও আরামে করতে পারবেন ভ্রমণ। সম্প্রতি এমনই এক নতুন নিয়ম এনেছে ভারতীয় রেল। জেনে নিন রেলের সেই বিশেষ নিয়ম।
2/7

আপনার যদি রিজার্ভেশন না থাকে, তাহলে এখন আপনি কেবল প্ল্যাটফর্ম টিকিট নিয়ে উঠতে পারবেন ট্রেনে। পরে অবশ্য TTE-এর সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাকে। সেখানে চেকারের থেকে করে নিতে হবে নতুন টিকিট। তাহলেই হবে সমস্যার সমাধান।
Published at : 28 Nov 2021 07:37 PM (IST)
আরও দেখুন






















