এক্সপ্লোর
Village Calcata: খোয়া যায় রোম থেকে চুরি করে আনা জিশুর দেহাংশ, Kolkata বা Calcutta নয়, এই গ্রামের নাম Calcata
Calcata Village in Italy: সাজানো গোছানো এই গ্রাম। তিলোত্তমার সঙ্গে মিল নামে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

হঠাৎ শুনলে মনে হবে তিলোত্তমা বোধহয়। কিন্তু উচ্চারণে সামান্য ফারাক রয়েছে। ইতালির Calcata খাতায় কলমে যদিও গ্রাম, কিন্তু স্থাপত্য দেখলে চোখ ফেরানো যায় না। শুধু নির্মাণই নজর কাড়ে না, গ্রামের বাসিন্দাদের শিল্পবোধও বিশেষ ভাবে উল্লেখ্য। ছবি: ফ্রিপিক।
2/10

রোমের উত্তরে অবস্থিত Calcata. চুনাপাথরের একটি বৃহদাকার টিলার উপরই গড়ে উঠেছে গ্রামটি। সবুজে ঘেরা চারিদিক, খানিকটা টাস্কানির মতো। ছবি: ফ্রিপিক।
3/10

বিপজ্জনক অবস্থান বলে ১৯৩০ সালের মাঝামাঝি সময় থেকে Calcata ছাড়ার হিড়িক শুরু হয়। ১০ মিনিট দূরে, সমতলের উপর Calcata Nuova নামের নতুন একটি গ্রাম গড়ে ওঠে। ফলে Calcata প্রায় জনশূন্য অবস্থায় পড়েছিল। ছবি: ফ্রিপিক।
4/10

কিন্তু ১৯৬০ সালের মাঝামাঝি সময়ে পরিত্যক্ত Calcata-কে নতুন করে আবিষ্কার করেন ইতালি এবং অন্যত্র থেকে আসা শিল্পী, লেখক, কারিগর এবং বুদ্ধিজীবীদের একটি দল। সেখানে বসবাসের সিদ্ধান্ত নেন তাঁরা। বর্তমানে Calcata-র জনসংখ্যা প্রায় ১০০। তবে সেখানে মূলত হিপিদেরই বাস বলে জনশ্রুতি রয়েছে। ছবি: ফ্রিপিক।
5/10

তবে শুধুমাত্র হিপি সংস্কৃতির জন্যই পরিচিত নয় Calcata. এই গ্রামকে ঘিরে রয়েছে লোককথাও। আদি বাসিন্দাদের দাবি, Calcata-র মাটিতে আদিম শক্তি নিহিত আছে। সেখান থেকেই নাকি ডাইনিবিদ্যার সূচনা। এমনকি সেখানকার বাড়িগুলির মেঝের নিচে গুপ্ত কুঠুরির হদিশ মেলে, যা একসময় সমাধি হিসেব ব্যবহৃত বলে দাবি। ছবি: ফ্রিপিক।
6/10

শোনা যায়, রোম সাম্রাজ্যের পতনের পর এক সৈনিক Calcata-য় পা রাখেন। সুন্নতের পর জিশু খ্রিস্টের শরীর থেকে বিচ্ছিন্ন অংশ চুরি করেন তিনি। ধরা পড়লেও, Calcata-র একটি বাড়ির সমাধিতেই লুকিয়ে পড়েন। তবে জিশুর শরীরে অংশ সেখান থেকেও পড়ে চুরি হয়ে যায়। ভ্যাটিকানের নির্দেশেই সেটি গায়েব করে দেওয়া হয় বলেও দাবি ওঠে। ছবি: ফ্রিপিক।
7/10

গ্রামের চৌমাথায় একটি গির্জাও রয়েছে। রয়েছে একটি প্রাসাদও। ১৪০০ সালে সেটি তৈরি হয়েছিল। ১৭০০ সালে সংস্কার করা হয় আবার। রয়েছে একটি প্রাসাদও, একসময় সেটি স্কুল, চিকিৎসাকেন্দ্র এবং ডাকঘর হিসেবেও ব্যবহৃত হতো। একদিকে আবার বিয়েবাড়ি আয়োজনের ব্যবস্থা ছিল। ছবি: ফ্রিপিক।
8/10

Calcata-র উপর গড়ে ওঠা বাড়িগুলি মূলত পাথর কেটে তৈরি। রাস্তার পাশে সারি দিয়ে ছোট ছোট দোকান রয়েছে। সেখানেই চেয়ার নিয়ে পথচলতি মানুষজনের ছবি তোলেন শিল্পীরা। চা-কফি-পানীয়ের দোকানও রয়েছে। ছবি: ফ্রিপিক।
9/10

গ্রামীণ জীবনের রূপরেখা ফুটিয়ে তুলতে রয়েছে মিউজিয়ামও। গার্হস্থ্য জীবনে ব্যবহৃত প্রায় ৫০০ যন্ত্রপাতি রয়েছে। মিউজিয়ামের সামনে রয়েছে রেস্তরাঁ। ছবি: ফ্রিপিক।
10/10

Amici Miei, La Mazzetta-র মতো ছবি তৈরি হয়েছে এই Calcata-য়। সোশ্যাল মিডিয়ার দৌলতে ক্রমশ মুখে মুখে ছড়িয়ে পড়েছে Calcata-র কথা। ফলে সেখানে গত কয়েক বছরে পর্যটকদের ভিড় বেড়েছে। ছবি: ফ্রিপিক।
Published at : 10 Feb 2024 05:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























