এক্সপ্লোর
'Kalkokkho': প্রকাশ্যে 'কালকক্ষ' ছবির ট্রেলার, ১৯ অগাস্ট বড়পর্দায় মুক্তি
'Kalkokkho' Trailer Out: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল 'কালকক্ষ (হাউস অফ টাইম)'-এর ট্রেলার। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৭ জুলাই প্রকাশ্যে এল 'কালকক্ষ' ছবির ট্রেলার।
আসছে 'কালকক্ষ'
1/10

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল 'কালকক্ষ (হাউস অফ টাইম)'-এর ট্রেলার। অঞ্জন বসু নিবেদিত, শর্মিষ্ঠা মাইতি রাজদীপ পাল পরিচালিত, অরোরা ফিল্ম কর্পোরেশনের আসন্ন ছবি 'কালকক্ষ' (হাউস অফ টাইম) ঘিরে বাংলা সিনে প্রেমীদের উদ্দীপনা বহুদিনের! সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৭ জুলাই প্রকাশ্যে এল 'কালকক্ষ' ছবির ট্রেলার।
2/10

'কালকক্ষ' ছবির মাধ্যমে ৪৫ বছর পর সিনেমা নির্মাতা হিসেবে ফিরছে ১১৬ বছর পুরনো চলচ্চিত্র সংস্থা অরোরা। ট্রেলার মুক্তি উপলক্ষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। উপস্থিত ছিলেন অভিনেত্রী তন্নিষ্ঠা বিশ্বাস, শ্রীলেখা মুখোপাধ্য়ায়, অভিনেতা জনার্দন ঘোষ, এবং আরও অনেকে।
Published at : 28 Jul 2022 09:42 AM (IST)
আরও দেখুন





















