এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mahasamadhi: আজ স্বামী বিবেকানন্দর মহাসমাধি দিবস, ফিরে দেখা স্বামীজির জীবন...
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/a961cb0eb270b0aadd77895e959d5499_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ স্বামী বিবেকানন্দর মহাসমাধি দিবস
1/8
![প্রতি বছর, ৪ জুলাই স্বামী বিবেকানন্দর তিরোধান দিবস হিসেবে উদযাপিত হয়। ভারতের ইতিহাসে অন্যতম উজ্জ্বল আধ্যাত্মিক গুরু হিসেবে গণ্য হয়ে আসছেন স্বামীজি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/e216543c4ebe1cf5d0cb2ebe3c83907c5ea62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতি বছর, ৪ জুলাই স্বামী বিবেকানন্দর তিরোধান দিবস হিসেবে উদযাপিত হয়। ভারতের ইতিহাসে অন্যতম উজ্জ্বল আধ্যাত্মিক গুরু হিসেবে গণ্য হয়ে আসছেন স্বামীজি।
2/8
![১৯০২ সালে, আজকের দিনে প্রয়াত হয়েছিলেন স্বামীজি। তাঁর ভক্ত ও অনুগামীরা বিশ্বাস করেন, এদিন তাঁর মহাসমাধি ঘটেছিল। সেই জন্য আজকের পুণ্যতিথি স্বামীজির মহাসমাধি দিবস হিসেবেও উদযাপিত হয়ে আসছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/ba865123e2cdeb3981a3d76560ceee70e4c2f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯০২ সালে, আজকের দিনে প্রয়াত হয়েছিলেন স্বামীজি। তাঁর ভক্ত ও অনুগামীরা বিশ্বাস করেন, এদিন তাঁর মহাসমাধি ঘটেছিল। সেই জন্য আজকের পুণ্যতিথি স্বামীজির মহাসমাধি দিবস হিসেবেও উদযাপিত হয়ে আসছে।
3/8
![যোগ ও বেদান্ত দর্শনের সঙ্গে পাশ্চাত্য দুনিয়ার পরিচয় করিয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্বামী বিবেকানন্দ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/d9fc56ee3112e60a78631ca41de415957a042.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যোগ ও বেদান্ত দর্শনের সঙ্গে পাশ্চাত্য দুনিয়ার পরিচয় করিয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্বামী বিবেকানন্দ।
4/8
![১৮৯৩ সালে শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে তাঁর পেশ করা বক্তব্য আজও মানুষের মুখে মুখে ফেরে। সেখানেই দুনিয়া শুনেছিল তাঁর বিখ্যাত উক্তি -- 'মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা।' আজও তাঁর বাণী প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/4ccb6ca4a0f32f7623a1a02a84d2354817979.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৮৯৩ সালে শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে তাঁর পেশ করা বক্তব্য আজও মানুষের মুখে মুখে ফেরে। সেখানেই দুনিয়া শুনেছিল তাঁর বিখ্যাত উক্তি -- 'মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা।' আজও তাঁর বাণী প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে।
5/8
![উনবিংশ শতকে আন্তঃধর্ম সচেতনতা বৃদ্ধি ও হিন্দুত্বকে বিশ্বমঞ্চে মেলে ধরার বিষয়ে পথিকৃৎ হিসেবে গণ্য করা হয় স্বামী বিবেকানন্দকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/bb6a6af23f53bec1c22822adec96cfe4fba62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উনবিংশ শতকে আন্তঃধর্ম সচেতনতা বৃদ্ধি ও হিন্দুত্বকে বিশ্বমঞ্চে মেলে ধরার বিষয়ে পথিকৃৎ হিসেবে গণ্য করা হয় স্বামী বিবেকানন্দকে।
6/8
![বিজ্ঞান ও ধর্মের বিষয়ে তাঁর প্রগাঢ় জ্ঞান ছিল। পাশ্চাত্য দেশকে তিনি দেখিয়েছিলেন, কীভাবে এই দুই বিষয়ের সহাবস্থান সম্ভব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/af8a08056726ff4be2158aa62261ca36b75ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিজ্ঞান ও ধর্মের বিষয়ে তাঁর প্রগাঢ় জ্ঞান ছিল। পাশ্চাত্য দেশকে তিনি দেখিয়েছিলেন, কীভাবে এই দুই বিষয়ের সহাবস্থান সম্ভব।
7/8
![১৮৬৩ সালে ১২ জানুয়ারি জন্ম স্বামী বিবেকানন্দর। ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার প্রতি তাঁর টান ছিল। ঘণ্টার পর ঘণ্টা তিনি দেবদেবীদের সামনে বসে ধ্যান করতেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/8788d17e3dae5c3d234dbe2d853d7c5c9d2fe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৮৬৩ সালে ১২ জানুয়ারি জন্ম স্বামী বিবেকানন্দর। ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার প্রতি তাঁর টান ছিল। ঘণ্টার পর ঘণ্টা তিনি দেবদেবীদের সামনে বসে ধ্যান করতেন।
8/8
![শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁর হাতেই রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/08be44b34e5374a37197323e1cc40423567f7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁর হাতেই রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা হয়।
Published at : 04 Jul 2021 11:20 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)