এক্সপ্লোর
Shaheed Diwas: ‘বিপ্লব আমাদের জন্মগত অধিকার’, হাসিমুখে ফাঁসির দড়ি পরেছিলেন ত্রয়ী, আজ শহিদ দিবস
Shaheed Diwas History: আজ শহিদ দিবস। ভারত মাসের বীর সন্তানদের স্মরণ করার দিন। আত্মবলিদানের ইতিহাস ফিরে দেখা মুহূর্ত।
আজ শহিদ দিবস।
1/10

জাত, ধর্ম, বর্ণের নিরিখে বিভাজন নয়, সকলের জন্য স্বাধীনতা অর্জনই ছিল লক্ষ্য। আপন হতে বাহির হওয়ার তত্ত্বেই বিশ্বাসী ছিলেন তাঁরা। দেশের জন্য তাই আত্মবলিদান দিতেও পিছপা হননি ভগৎ সিংহ, শিবরাম রাজগুরু, সুখদেব থাপর।
2/10

১৯৩১ সালের ২৩ মার্চ দেশের তিন মহান স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়। তৎকালীন ব্রিটিশ সরকার ফাঁসিতে ঝোলায় তাঁদের। হাসিমুখে লাহৌর জেলে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পরেন সকলে। সেই থেকেই ২৩ মার্চ তিনটি শহিদ দিবস হিসেবে পালিত হয়।
Published at : 23 Mar 2023 10:31 AM (IST)
আরও দেখুন






















