গোটা রাজ্যেরই ছোট লাইব্রেরিগুলো যখন নাভিশ্বাস তুলছে, তখন এই ট্রাম লাইব্রেরি ব্যতিক্রম হবে বলে বইপ্রেমীরা আশা করছেন।
4/7
রয়েছে পত্রিকা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার বই। পড়ার সুযোগ পাওয়া যাচ্ছে বিনা মূল্যে। শীততাপ নিয়ন্ত্রিত ট্রামে এভাবে পড়তে পড়তে যাওয়া যাত্রীদের মধ্যে জনপ্রিয় হবে বলে মনে করছে ট্রাম কর্তৃপক্ষ।
5/7
ট্রামের একেবারে পিছনে রয়েছে বাংলা, ইংরেজি বই। রয়েছে নিখরচায় ওযাইফাই, যাতে যাত্রী চাইলে ইবুকও পড়তে পারেন।
6/7
এক কামরার ট্রামটি ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট হয়ে যায় শ্যামবাজার পর্যন্ত। আছে ৩২টি আসন। ভাড়া ২০ টাকা।
7/7
২৪ সেপ্টেম্বর কলকাতায় চালু হয়েছে ট্রাম লাইব্রেরি। এর আগে শহরে ভ্রাম্যমাণ লাইব্রেরি ছিল ঠিকই কিন্তু ট্রামে চড়ে বই পড়ার সুযোগ এই প্রথম।