এক্সপ্লোর
Weather Update: ঠান্ডার খোঁজে বাংলা, শীতে-কুয়াশায় কাঁপছে দিল্লি-পাটনা
Weather in Delhi: ভোর থেকে কুয়াশায় মুড়ছে দিল্লি ও লাগোয়া এলাকা। তলানিতে দৃশ্যমানতা

নিজস্ব চিত্র
1/10

বাংলায় ঠান্ডা নেই। কিন্তু দেশের অন্যত্র পারদ নীচেই। রাজধানী দিল্লিতে হাড় কাঁপানো ঠান্ডা। তার সঙ্গে কুয়াশার গাঢ় পরত। ছবি: PTI
2/10

আর কয়েকদিন পরেই প্রজাতন্ত্র দিবস। পুরোদমে চলছে প্রস্তুতি। দিল্লির কর্তব্যপথে শীতবস্ত্র মুড়ি দিয়ে এক শ্রমিক। ছবি: PTI
3/10

প্রবল শীতে কার্যত জবুথবু রাজধানী। তারমধ্য়েই চলছে নিত্যদিনের কাজকর্ম। শিশুকে কোলে নিয়ে কাজের পথে এক মা। ছবি: PTI
4/10

মাত্র এক মাস বাকি প্রজাতন্ত্র দিবস। সেদিনের অনুষ্ঠানের জন্য চলছে কুচকাওয়াজের মহড়া। দিল্লির কর্তব্যপথে। ছবি: PTI
5/10

প্রবল শীত, তার সঙ্গে কুয়াশা। দৃশ্যমানতাও তলানিতে। নয়া দিল্লিতে সিগনেচার ব্রিজে চলছে গাড়ি। ছবি: PTI
6/10

প্রবল কুয়াশায় ঢেকেছে আগ্রা। কুয়াশার পরতে ঢাকা গোটা এলাকা। ছবি: PTI
7/10

কুয়াশায় ঢাকা আগ্রার তাজমহলও। তার মধ্যেই তাজমহল দেখতে ভিড় পর্যটকদের। ছবি: PTI
8/10

সকালে রোদও দেখা যায়নি। ঘন কুয়াশায় ঢাকা চারদিক। গোটা দিল্লিতে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। ছবি: PTI
9/10

শুধু দিল্লি নয়, পাটনাতেও প্রবল ঠান্ডা। সঙ্গে চলেছে কুয়াশার দাপটও। সোমবার গঙ্গা পেরিয়ে পারপার করছেন বাসিন্দারা। ছবি: PTI
10/10

জম্মুতেও ঠান্ডার দাপট। আগুন জ্বালিয়ে তাপ উপভোগ বাসিন্দাদের। ছবি: PTI
Published at : 26 Dec 2022 05:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
