এক্সপ্লোর
Goodbye 2021: চলতি বছরে বিশ্বজুড়ে যে ১০ প্রাকৃতিক বিপর্যয় ডেকে এনেছিল ব্যাপক ধ্বংসযজ্ঞ
Goodbye 2021: 10 Devastating Natural Disasters
1/10

চলতি বছরের শুরুতেই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিল স্পেন। ফিলোমেনা ঝড়ে প্রচণ্ড তুষারঝড়ে স্পেনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এর পরিমাণ ছিল প্রায় ১.৪ বিলিয়ন ইউরো। গত ৫০ বছরে তুষার ঝড়ে এত ক্ষতি হয়নি স্পেনের। (ছবি-এএফপি)
2/10

গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় সেরোজা। ঝড়ের দাপটে মৃত্যু হয়েছিল প্রায় ১৮০ জনের। আশ্রয়হারার সংখ্যা প্রায় ১০ হাজার। অস্ট্রেলিয়াতেও ঝড়ের ধাক্কায় কালবারির প্রায় ৭০ শতাংশ কাঠামো বিধ্বস্ত হয়েছিল। (ছবি-এএফপি)
3/10

গত ১৭ মে ঘূর্ণিঝড় তওতে আছড়ে পড়েছিল গুজরাত উপকূলে। ঝড়ের ধাক্কায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রাণহানি হয়েছিল অনেকের। ভারতে আরও তিনটি ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে এ বছর। মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় ইয়াস। গত সেপ্টেম্বরে ঘূর্ণিঝড় গুলাব অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল। এরপর ঘূর্ণিঝড় জাওয়াদ ডিসেম্বরের প্রথম দিকে ওড়িশা ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ডেকে এনেছিল। ছবি-এএফপি
4/10

দক্ষিণ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস দ্বীপ গত এপ্রিলে লা সউফিয়ের আগ্নেয়গিরির প্রবল অগ্নুৎপাতে বিপর্যস্ত হয়েছিল। প্রথম বিস্ফোরণের পর ছাই উঠেছিল প্রায় ৩২ হাজার ফুট উঁচুতে। এরপর আরও চারটি উদ্গীরণ হয়েছিল। গত সেপ্টেম্বরে স্প্যানিস ক্যানারি দ্বীপের লা পামার কুম্ব্রে ভিয়েজা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে বহু বাড়ি ঘর ধ্বংস হয়ে যায়। বাড়ি ছাড়তে হয় হাজার হাজার মানুষকে। গত ১৩ ডিসেম্বর পর্যন্ত এই অগ্নি উদ্গীরণ চলেছিল। (ছবি-এএফপি)
5/10

গত জুনে তীব্র গরমে কাহিল হয়ে পড়েছিল কানাডা। পারদ ছুঁয়েছিল ৪৬.১ ডিগ্রি সেন্টিগ্রেড। পাঁচদিনের তাপপ্রবাহে কানাডা পশ্চিমপ্রান্তের প্রদেশে ৫৬৯ জনের মৃত্যু হয়েছিল। (ছবি-গেটি)
6/10

গত ৬০ বছরে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল জার্মানিতে। জুলাইয়ের এই প্রাকৃতিক বিপর্যয়ে ১৮৪ জনের মৃত্যু হয়েছিল। ছবি-এএফপি
7/10

সাম্প্রতিক সময়ে রাশিয়া প্রত্যক্ষ করেছিল সবচেয়ে ভয়াবহ গ্রীষ্মকালীন দাবানল। ২০২১-এর এই বিধ্বংসী দাবানলে প্রায় ১৮.১৬ মিলিয়ন হেক্টর জঙ্গল ধ্বং হয়ে যায়। ধোঁয়া পৌঁছে গিয়েছিল উত্তর মেরুতেও। একইসঙ্গে আমেরিকা ও গ্রিস সহ অন্যান্য কিছু দেশেও এ বছর দাবানল ছড়িয়েছিল। সেই সব দাবানলগুলিকে ছাপিয়ে গিয়েছিল রাশিয়ার ঘটনা। (ছবি-গেটি)
8/10

গত অগাস্ট মার্কিন উপকূল তছনছ করে দিয়েছিল হ্যারিকেন ইদা। এই ঝড়ে প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছিল। (ছবি-এএফপি)
9/10

চলতি বছরের অগাস্টে রিখটার স্কেলে ৭.২ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল হাইতিকে। প্রায় ২,২০০ মানুষের প্রাণহানি হয়েছিল। ১,৩০,০০০ বাড়ি গুঁড়িয়ে যায়। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার। ছবি-এএফপি)
10/10

গত ১৬ ডিসেম্বর ফিলিপিন্সে বিপর্যয় ডেকে এনেছিল ঘূর্ণিঝড় রাই। প্রায় কয়েকশো মানুষ হতাহত হয়েছিলেন। হাজার হাজার মানুষ আশ্রয়হারা হয়েছিলেন। (ছবি-এএফপি)
Published at : 26 Dec 2021 08:07 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























