এক্সপ্লোর
Shiva: ১৯ বছর পর শ্রাবণে দুর্লভ যোগ, মহাদেবকে এই দিনে জল নিবেদনে কাটবে দুর্ভোগ
Sawan Month: এ বছর ভক্তরা এক নয়, দু’মাস শ্রাবণের শুভ সময় পাবেন
হিন্দু পঞ্জিকা মতে এই বছর দু-মাস ধরে শ্রাবণ মাস চলায় পুরো আটটি শ্রাবণ সোমবার পাওয়া যাবে
1/6

হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ তাৎপর্য রয়েছে। শিবভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই মাসের জন্য। শ্রাবণ মাসে মানুষ প্রতিদিন শিবের অভিষেক-পূজা করে। সোমবার শ্রাবণ উপবাসও পালন করা হয়।
2/6

এবার ভোলেনাথকে খুশি করতে এ বছর ভক্তরা এক নয়, দু’মাস শ্রাবণের শুভ সময় পাবেন। বহু বছর পর এমন বিরল কাকতালীয় ঘটনা ঘটেছে। জ্যোতিষমতে প্রায় ১৯ বছর পর, ২ মাস মিলিয়ে শ্রাবণ মাস পড়েছে। যে কারণে ৩০ দিনের পরিবর্তে ৫৯ দিন পালিত হবে।
Published at : 12 Jun 2023 07:01 AM (IST)
আরও দেখুন






















