এক্সপ্লোর
Ganesh Chaturthi 2023: গণেশ চতুর্থীর আগে উৎসবমুখর মুম্বই, সিদ্ধিদাতার পুজোয় সামিল সকলেই
Happy Ganesh Chaturthi: গণেশ চতুর্থীর ভোগ প্রতিদিন পূর্ণ আচার-বিচার করে হয় এবং সকাল-সন্ধ্যা ভোগ নিবেদন করা হয়
ভারতবর্ষে অন্যান্য দেবদেবীদের পুজোর আগে বিধিমতে পূজিত হন বিনায়ক
1/6

ভারতবর্ষে অন্যান্য দেবদেবীদের পুজোর আগে বিধিমতে পূজিত হন বিনায়ক। শিব পুরাণের প্রাপ্ত কাহিনী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে গণেশের জন্ম।
2/6

গণেশের কৃপাদৃষ্টি লাভের জন্য শিবপুরাণেই প্রতি বছর এই চতুর্থীতে ব্রত পালন করতে বলা হয়ে থাকে। গণেশ চতুর্থীর ভোগ প্রতিদিন পূর্ণ আচার-বিচার করে হয় এবং সকাল-সন্ধ্যা ভোগ নিবেদন করা হয়।
Published at : 18 Sep 2023 04:18 PM (IST)
আরও দেখুন






















