এক্সপ্লোর
Ambubachi Mela 2024: অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা মন্দিরে মানুষের ঢল, ভিড় তন্ত্রের উপাসকদেরও
Kamakhya Temple: অসমের কামাখ্যা মন্দিরে শুরু হয়েছে অম্বুবাচী মেলা। সেই উপলক্ষে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে সেখানে। প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছেন তন্ত্রের উপাসকরাও।
কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা (ছবি সৌজন্য- পিটিআই)
1/9

সাধারণত প্রতিবছরই আষাঢ় মাসের সাত তারিখ থেকে অম্বুবাচী মেলা শুরু হয় অসমের গুয়াহাটির কাছে অবস্থিত কামাখ্য মন্দির চত্বরে। এই উপলক্ষে মন্দির চারদিন বন্ধ থাকলেও দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ এসে ভিড় করেন। এবারও প্রচুর মানুষের ঢল নেমেছে।(ছবি সৌজন্য- পিটিআই)
2/9

শাস্ত্র মতে, ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হল কামাখ্যা। ধর্মীয় বিশ্বাস, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র যখন সতীর দেহ খণ্ডিত করছিল তখন এখানে তাঁর যোনি পড়েছিল। অম্বুবাচীর সময় এখানে রজঃস্বলা হন দেবী।(ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 23 Jun 2024 09:51 PM (IST)
আরও দেখুন






















