এক্সপ্লোর
Ashar Amavasya 2023: আজ আষাঢ় অমাবস্যা, সন্ধ্যেয় কোন উপাচারে পুজো করলে কাটবে ভাগ্যদোষ?
Ashar Amavasya: এবারের আষাঢ় অমাবস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই দিনে শুভ যোগ তৈরি হতে চলেছে
এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান শিব উভয়েরই পুজো করা হয়
1/6

এবার আষাঢ় অমাবস্যা পালিত হচ্ছে ১৭ জুন শনিবার অর্থাৎ আজ। আষাঢ় অমাবস্যা হলহারিণী অমাবস্যা এবং আষাঢ়ী অমাবস্যা নামেও পরিচিত। অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান করে পূর্বপুরুষদের নিবেদন করা হয়। এর পাশাপাশি এই দিনে দান-সাধনার কাজও করা হয়।
2/6

এবারের আষাঢ় অমাবস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই দিনে শুভ যোগ তৈরি হতে চলেছে। এমনও একটি বিশ্বাস রয়েছে যে অমাবস্যার রাতটি সবচেয়ে অন্ধকার রাত, তাই এই দিনে কোনও শুভ কাজ এবং নতুন কাজ করা উচিত নয়। এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান শিব উভয়েরই পুজো করা হয়।
Published at : 17 Jun 2023 02:08 PM (IST)
আরও দেখুন






















