এক্সপ্লোর
Chita Bhashma Holi: জ্বলন্ত চিতার ছাই দিয়ে হোলি উদযাপন হয় দেশের এই এলাকায়, রয়েছে এক প্রাচীন কাহিনীও
Bhasma Holi in Kashi: মহাশ্মশানের চিতাভস্ম মেখে হোলি উৎসব পালন করার পিছনে প্রাচীন ধর্মবিশ্বাস আছে।
বারাণসীতে ‘চিতাভস্ম হোলি’ বহু প্রাচীন প্রথা
1/7

ভারত বৈচিত্র্যপূর্ণ দেশ। নানা ভাষা-নানা মত-নানা পরিধান। সেখানে উৎসবেও ভিন্নতা থাকবে সেটাই স্বাভাবিক। আগামী সপ্তাহে হোলি। সারা দেশেই উৎসাহের সঙ্গে পালিত হয় এই উৎসব। লোকজন একে অপরকে রাঙিয়ে এই দিনটি পালন করেন। কোথাও শুধু আবির, আবার কোথাও ফুলের মাধ্যমে পালিত হয় হোলি।
2/7

তবে বারাণসীতে এই হোলি উৎসব একটু আলাদা। এখানে এই উৎসব শুরু হয় রঙ্গবতী একাদশীর দিন থেকে। এর পরের দিন পালিত হয় ‘চিতাভস্ম হোলি’।
Published at : 04 Mar 2023 07:32 AM (IST)
আরও দেখুন






















