এক্সপ্লোর
Chaitra Navratri 2024: চৈত্র নবরাত্রিতে ৯টি রূপে পূজিত হন দেবী দুর্গা, জানেন কী কী
মাঘ ও আষাঢ় নবরাত্রির কথা গুপ্ত থাকলেও সবচেয়ে পরিচিত শারদ নবরাত্রি বা 'বাঙালি'র দুর্গাপুজোর পরেই সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন চৈত্র নবরাত্রি, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো বলেও পরিচিত এটি।
দেবী শৈলপুত্রী ( ছবি সৌজন্য- ABP Dharma live)
1/9

মা শৈলপুত্রী নামে প্রথম রাতে পূজিত হন দেবী দুর্গা। যার অর্থ পর্বতের কন্যা। এই দিন অক্ষয় জ্যোতির ঘট স্থাপনা করে শুরু হয় পুজো। পর্বতরাজ হিমবাত বা হিমালয়ের মেয়ে হিসেবে তাঁকে মানার পাশাপাশি মহাদেবের স্ত্রী পার্বতীর বিশুদ্ধ রূপ হিসেবেও মান্যতা দেওয়া হয়। ষাঁড় নন্দীর পিঠে বসে ডান হাতে ত্রিশূল আর বাঁ হাতে পদ্মফুল নিয়ে থাকেন দেবী শৈলপুত্রী। তাঁকে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের শক্তির প্রতীকও মনে করা হয়। (প্রতীকী ছবি) ছবি সৌজন্য- পিটিআই
2/9

সাদা পোশাক পরিহিত দেবী পরাশক্তির দ্বিতীয় রূপের নাম ব্রহ্মচারিণী। ইনি হলেন গুরুর থেকে শিক্ষাগ্রহণকারী একজন মহিলা ছাত্রীর প্রকাশ। যিনি অন্য পড়ুয়াদের সঙ্গে আশ্রমেই জীবনযাপন করেন এবং পবিত্র ধর্মীয় জ্ঞান অনুসরণ করে জীবন অতিবাহিত করেন। এই রূপে পূজিত দেবীর ডান হাতে জপমালা ও বাঁ হাতে কমণ্ডুলু রয়েছে। (প্রতীকী ছবি) সৌজন্য- পিটিআই
Published at : 08 Apr 2024 06:57 PM (IST)
আরও দেখুন





















