এক্সপ্লোর
Chanakya Niti For Success: চাণক্যের মতে সফলতার রাস্তা কী? জানলে জীবনে আসবেই পরিবর্তন
Chanakya Niti For Success: মৌর্য যুগের বিখ্যাত পণ্ডিত চাণক্যর নীতি আজও মেনে চলেন মানুষ। এতে ইতিবাচক পরিবর্তন হয় জীবনে। সফলতার পথে অগ্রসর হতে কী কী করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন চাণক্য।
ছবি সৌজন্য - এবিপি নিউজ
1/9

চাণক্যর মতে, মানুষের পরিচয় নির্ভর করে তাঁর কর্মের উপর। কোন পরিবারে জন্ম নিয়েছেন তা নিয়ে দুঃখ না করে ভালো কাজ করার জন্য উৎসাহিত করেছেন তিনি। বলেছেন, কাজের মাধ্যমেই আসবে নামী হওয়ার সুযোগ। (ছবি সৌজন্য - এবিপি নিউজ)
2/9

মহান এই পণ্ডিতের মতে, মন থেকে ভালো মানুষ হলে তাঁর কাজের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। কোনও ভাবে তা ঠেকিয়ে রাখা যাবে না। পাশাপাশি পরামর্শ দিয়েছেন আত্ম সংযমী হতেও।(ছবি সৌজন্য - এবিপি নিউজ)
Published at : 08 Jun 2024 09:08 PM (IST)
আরও দেখুন






















