এক্সপ্লোর
রামনবমীতে প্রথম দিব্য অভিষেক থেকে সূর্য তিলক রামের, দেখুন অযোধ্যার ছবি
Ram Navami 2024: রামনবমী উপলক্ষে বুধবার সকাল থেকেই মেতে উঠেছিল অযোধ্যা। অংসখ্য ভক্তকে নিয়ন্ত্রণ করতে সজাগ ছিল প্রশাসনও। প্রয়োজনীয় সবরকমের ব্যবস্থা রাখা হয়েছিল তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফেও।

অযোধ্যায় দিব্যাভিষেক রামের ( ছবি সৌজন্য- এএনআই)
1/9

প্রাণপ্রতিষ্ঠার পর এই প্রথম অযোধ্যার মন্দিরে রামনবমীতে দিব্য অভিষেক হল রাম লালার মূর্তির। সাদা ধুতি পরিয়ে বালক রামের মূর্তিকে দুধ সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে স্নান করানো হয় প্রথমে। তারপর মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে হয় তাঁর দিব্য অভিষেক। প্রসঙ্গত উল্লেখ্য, দেবতার দিব্য অভিষেক হল ধর্মীয় আচার ও প্রার্থনার একটি পদ্ধতি। যেখানে একজন পুরোহিত বা কোনও ভক্ত তাঁদের আরাধ্য দেবতার মূর্তিতে দুধ ও পঞ্চামৃত সহ বিভিন্ন জিনিস নিবেদন করে তাঁকে স্বাগত জানানোর একটি উপাচার। যা সনাতন ধর্মের পাশাপাশি মানা হয় বৌদ্ধ এবং জৈন ধর্মেও। (ছবি সৌজন্য - এএনআই)
2/9

সমস্ত নিয়ম-নীতি মেনে অনুষ্ঠানটি সম্পন্ন করার পর অপূ্র্ব সাজে সজ্জিত করা হয়েছিল বালক রামকে। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই দিব্য অভিষেক থেকে সূর্য তিলকের সাক্ষী থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পরে সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেন তিনি। দিব্য অভিষেকের পর দিব্য শৃঙ্গারও করা হয় রাম লালার। (ছবি সৌজন্য - এএনআই)
3/9

দুপুর ১২ টার পরেই পূর্ব পরিকল্পনা মতো সূর্য তিলক বা সূর্য অভিষেক সম্পন্ন হয় গর্ভগৃহের ভিতরে থাকা বালক রামের। যা দেখার জন্য সকাল থেকেই বিশ্বজুড়ে মুখিয়ে ছিলেন প্রচুর মানুষ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সূর্য তিলকের ভিডিও ছড়িয়ে পড়তেই নিমিষে ভাইরালও হয়। (ছবি সৌজন্য- এএনআই)
4/9

অপূর্ব সেই মুহূর্তের সাক্ষী হেলিকপ্টারে যেতে যেতেই হতে দেখা গেছে নরেন্দ্র মোদিকেও। বিষয়টি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা পরে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন তিনি। (ছবি সৌজন্য -পিটিআই)
5/9

বালক রামকে যখন সূর্য তিলক পড়াচ্ছিল তখন পুরো অন্ধকার করে দেওয়া হয়েছিল গর্ভগৃহ। আরতিও করছিলেন পুরোহিত। যার ছবি দেখে হতবাক হয়ে গেছেন অনেকেই। (ছবি সৌজন্য এআইআর)
6/9

মন্দির তৈরি এবং মূর্তি প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী ছিল এই বছর উপলক্ষে সেজে উঠেছিল গোটা মন্দির চত্বরও। ভোর থেকেই বালক রামের মূর্তি দর্শন ও পুজোর জন্য ভিড় জমে যায় মন্দিরের বাইরে। অসংখ্য মানুষের জমায়েত হতে দেখা যায় রাস্তাতেও। (ছবি সৌজন্য- ডিডি ন্যাশনাল)
7/9

প্রথমবারের জন্য অযোধ্যার রাম মন্দিরে এবছর পালন করা হল রামনবমী। সেই উপলক্ষে গোটা মন্দির চত্বরও ফুল দিয়ে সাজানো হয়েছিল অপূর্ব সাজে। ((ছবি সৌজন্য- ডিডি ন্যাশনাল)
8/9

প্রায় ৪০ লক্ষ ভক্তকে সামাল দিতে আগেই ১৭ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত মন্দির ২০ ঘণ্টা খোলার কথা ঘোষণা করা হয়েছিল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে। ভিড় নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তারক্ষীদের মোতায়েন করার পাশাপাশি রাখা হয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থাও। (ছবি সৌজন্য- পিটিআই)
9/9

মন্দিরে উপস্থিত থাকা ভক্তদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে রাম লালার দিব্য অভিষেক থেকে সূর্য তিলক পর্যন্ত অপূর্ব নানা অনুষ্ঠানের সাক্ষী থাকেন লক্ষ লক্ষ মানুষ। (ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 17 Apr 2024 05:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ইন্ডিয়া
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
