এক্সপ্লোর
Hanuman Chalisha: শত্রু নাশ থেকে জীবনের চরম সঙ্কটমোচন, মঙ্গলে হনুমানজির আশীর্বাদ পেতে এই কাজটি আজই করুন
Hanuman Ji: মঙ্গলবার কেন হনুমান চালিশা পড়ার কথা বলে শাস্ত্র? কী কী উপকার পাওয়া যায়?
জীবনের সঙ্কট থেকে মুক্তি পেতে এই কাজটি করুন
1/6

পবননন্দন হনুমানকে সংকটমোচন বলা হয়। সনাতন শাস্ত্রে বলা হয় যে, হনুমান চালিশা পাঠ করলে আসন্ন সংকট থেকে মানুষ মুক্তি পায়।
2/6

জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী কী বলে? একটানা ৪০ দিন যদি কেউ হনুমান চালিশা পাঠ করে ১২ জ্যোতির্লিঙ্গ দর্শনের সমান পুণ্য ফল লাভ হয়।
3/6

যারা রাত্রে বেলায় দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে জেগে ওঠেন তারা হনুমান চালিশা পাঠ করলে আর কখনো দুঃস্বপ্ন দেখে ভীত হবেন না।
4/6

হনুমান চালিশা পাঠ করলে শনিদেবের সাড়ে সাতি দশা কাটতে থাকে।
5/6

এছাড়া হনুমান হলেন রাম ভক্ত তাই যদি কেউ হনুমানের ভক্ত হয় তিনি অনায়াসে রামপদ অথবা বিষ্ণুপদ অথবা কৃষ্ণপদ লাভ করেন।
6/6

হনুমান চালিশা পাঠ করলে শত্রু নাশ হতে পারে । জীবনের সকল বাধা-বিপত্তি কেটে যায় হনুমান চালিশা পাঠ করলে।
Published at : 04 Jul 2023 07:52 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















