এক্সপ্লোর
Hanuman Chalisha : বাড়ি বা অফিসে সঙ্কট? মঙ্গলবার থেকেই শুরু করুন হনুমানজির এই মন্ত্রপাঠ, ১১ বার বললেই কাটবে বিপদ
Hanuman Puja : এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্র চরম সফলতা লাভের পথ প্রশস্ত হয়। নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তারা এই মন্ত্রটি পাঠ করতে ভুলবেন না যেন!

মঙ্গলবার থেকেই শুরু করুন হনুমানজির এই মন্ত্রপাঠ, ১১ বার বললেই কাটবে বিপদ
1/9

শাস্ত্র মতে মঙ্গলবার হল হনুমানজির আরাধনা করার দিন। কয়েকটি মন্ত্র আছে, যা পাঠ করলে, সব সঙ্কট কেটে যায়। এইসব মন্ত্র রোজও পাঠ করা যেতে পারে।
2/9

শুধু তাই নয়, এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্র চরম সফলতা লাভের পথ প্রশস্ত হয়। নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তারা এই মন্ত্রটি পাঠ করতে ভুলবেন না যেন!
3/9

হনুমানজি সবার জীবনের কঠিন সমস্যা নিবারন করেন। তিনি রামের ভক্ত। কেউ কেউ ভগবান শিবের অবতার বলে মনে করেন বজ্রঙ্গবলীতে। সব দেব-দেবীদের মধ্যে সবচেয়ে সহজে প্রসন্ন হন তিনি, অনেক ভক্তের বিশ্বাস।
4/9

বিশ্বাস করা হয়, হনুমানজির কৃপা দৃষ্টি যাঁর উপর একবার পড়ে, তাঁর জীবন বদলে যেতে যে সময় লাগে না। হিন্দু ধর্মেএমন কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায়, যা পাঠ করা শুরু করলে নাকি হনুমানজি জাগ্রত হয়ে ওঠেন।এই শক্তিশালী হনুমান মন্ত্রটি জপ করতে ভুললে চলবে না।
5/9

মন্ত্রটি হল- 'ওম হং হনুমতে নমঃ। ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট' পুজো করার পাশাপাশি এই মন্ত্রটি জপ করা শুরু করলে হনুমানজি এতটাই প্রসন্ন হন যে আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার কোনও সম্ভাবনাই থাকে না।
6/9

এই মন্ত্রটি প্রতি মঙ্গলবার ১১ বার পাঠ করলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সামনে আসা যে কোনও সমস্যা যেমন দূর হয়, তেমনি প্রমোশন পাওয়ার সম্ভাবনাও বাড়ে।
7/9

শাস্ত্রানুসারে এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে গৃহস্থে উপস্থিত খারাপ শক্তির প্রভাব কাটতে শুরু করে। ফলে কোনও ধরনের দুর্ঘটনার কবলে পরার আশঙ্কা যেমন হ্রাস পায়।
8/9

হনুমানের পুজো করেন এমন অনেকেই জানেন না যে তাঁর পুজোয় কখনো চরণামৃত ব্যবহার করা হয় না। এটি করার অনেক অশুভ পরিণতি হতে পারে। হনুমানের পুজোয় ভাঙা বা খণ্ডিত মূর্তি ব্যবহার করবেন না। ঘরে হনুমানের কোনও ছেঁড়া ছবি থাকলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন।
9/9

ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 27 Feb 2024 03:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
