এক্সপ্লোর
Hanuman Jayanti 2023 : কেন শ্রী রাম ভক্ত হনুমানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, হত্যা করতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন?
কথিত আছে যে হনুমান ভগবান রামকে রক্ষা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন ।
Hanuman Jayanti 2023 : কেন শ্রী রাম ভক্ত হনুমানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, হত্যা করতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন?
1/9

হনুমানজি ভগবান রামের সবথেকে ভক্ত। কিন্তু একসময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাম তাঁর প্রিয় ভক্ত হনুমানকে মৃত্যুদণ্ড দেন এবং তাঁর দিকে ব্রহ্মাস্ত্রও ছুড়ে দেন। কেন এমন ঘটে ?
2/9

বলা হয়, একবার নাকি রামরাজ্যে ঋষিমুনিদের সমাবেশ হয়। সেখানে বিতর্ক হয়, রাম নাকি রাম-নাম কার জোর বেশি ? এতে বড় বড় মুনিরা বলেন, রাম। কিন্তু নারদ বলেন, না, রাম-নাম। এই সভায় ছিলেন ঋষি বিশ্বামিত্রও। ছিলেন ভক্ত হনুমানও।
Published at : 05 Apr 2023 02:50 PM (IST)
আরও দেখুন






















