এক্সপ্লোর
Kali Puja 2023: জড়িয়ে বহু লোককথা! মানিকোড়ায় বলির সময় ঢাকা থাকে দেবীমূর্তির মুখ
Malda News: পুরনো রীতি মেনে এখনো মশাল জ্বালিয়ে মায়ের পুজো করা হয় এখানে। পুজোর কয়েকটা দিন গোটা এলাকার মানুষ নিরামিষ খেয়ে থাকেন।
নিজস্ব চিত্র
1/10

পুনর্ভবা নদীর এপার। মালদার হবিবপুর থানার জাজইল গ্রাম পঞ্চায়েতের মানিকোড়া গ্রাম। এখানে যে কালীপুজো হয়, কথিত রয়েছে এই পুজো অন্তত তিনশো বছরের পুরনো। এই পুজো নাকি করত ডাকাতরা। তখন জঙ্গলে ঘেরা ছিল মানিকোড়া। সেখানেই এই দেবীর পুজো দিতে আসত ডাকাতরা।
2/10

কথিত রয়েছে রাতের অন্ধকারে পুনর্ভবা নদী পেরিয়ে মানিকোড়ায় আসত ডাকাতরা। সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা। তারপর সময় বয়েছে, নিয়ম বদলেছে কিন্তু পুজোটা রয়ে গিয়েছে। তবে লোকশ্রুতি অনুযায়ী ডাকাত দলের প্রথা মেনেই এখনও মশাল জ্বালিয়ে পুজো হয় এখানে।
Published at : 05 Nov 2023 05:51 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















