এক্সপ্লোর
Kali Puja 2023 কীভাবে সাজাবেন মা কালীর নৈবেদ্য, মদ কি দিতেই হয় ? কালীপুজোর খুঁটিনাটি
Kali Pujo: কালীপুজোয় কী করতে হবে, কীভাবে পুজো করলে মাকে তুষ্ট করা যাবে ? এ প্রশ্ন চিরকালীন।
ছবি সৌজন্য - পিটিআই
1/10

কালীপুজোয় কী করতে হবে, কীভাবে পুজো করলে মাকে তুষ্ট করা যাবে ? এ প্রশ্ন চিরকালীন। সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুশারী প্রতি বছর আয়োজন করেন বিশেষ পুজো প্রশিক্ষণ শিবির। সর্বসাধারণের জন্য।
2/10

পুজোর আগে পুরোহিতকে হাত, পা ভাল করে ধুয়ে বসতে হবে। সম্পূর্ণ শুদ্ধাচারে, সম্পূর্ণ মনোসংযোগে পুজো করতে হবে। পুজো চলাকালীন চা বা অন্য সামগ্রী খেতে পারবেন না পুরোহিত। উচ্ছিষ্টমুখে পুজো করা যাবে না।
Published at : 09 Nov 2023 04:32 PM (IST)
আরও দেখুন






















