এক্সপ্লোর
Kojagari Laxmi puja 2024: কখন শুরু কোজাগরী পূর্ণিমার তিথি, মা লক্ষ্মীকে তুষ্ট করার উপায় কী
Kojagari Laxmi puja: শারদীয়া দুর্গাপুজোর পরেই শারদ পূর্ণিমাতে পুজো হয় ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর। এই লক্ষ্মী পুজোকে বলা হয় কোজাগরী লক্ষ্মীপুজো।
কোজাগরী লক্ষ্মীপুজো
1/10

এই পূর্ণিমায় সারারাত জেগে যিনি বা যাঁরা মা লক্ষ্মীর আরাধনা করেন দেবী তাঁদের সমস্ত ইচ্ছা পূরণ করেন বলে ধর্মীয় বিশ্বাস। 'কে জেগে আছে' এই শব্দ থেকেই কোজাগরী লক্ষ্মীপুজোর নামকরণ হয়েছে।
2/10

নাম, ধন, যশ ও খ্যাতি প্রাপ্তির জন্য মূলত পূর্ববঙ্গের মানুষরা এই লক্ষ্মীপুজোর সূচনা করলেও আজ অনেকের বাড়িতেই এপুজো করা হয়। অনেক বারোয়ারী কমিটিও এই পুজোর আয়োজন করে থাকেন।
Published at : 10 Oct 2024 12:02 AM (IST)
আরও দেখুন






















